কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই নড়েচড়ে বসল প্রশাসন। আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলবে পুলিশের বিশেষ অভিযান। সেই কারণে পুলিশের সব শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। আগামী ১০ দিন ধরে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র, বোমা উদ্ধার করতে তল্লাশি চালানো হবে। বিশেষত স্পর্শকাতর থানাগুলিতে দিতে হবে বিশেষ নজর। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে পুলিশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই এই নির্দেশ দিলেন ডিজি।
রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটি বাতিল করা হয়েছে আগামী ১০ দিনের জন্য। রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে, সেই তল্লাশি চালানো হবে। যে সব থানায় এই সব অভিযোগ বেশি আসে, সেই থানাগুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিতে হবে পুলিশ কর্তাদের। সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বীরভূম সহ বিভিন্ন জেলায় বোমা উদ্ধারের ঘটনা প্রায়ই সামনে আসে। আর এবার সেই অভিযোগের ক্ষেত্রেই নড়েচড়ে বসল প্রশাসন। মমতার নির্দেশের পর এ দিন বিকেলেই ডিজি ছুটি বাতিলের নির্দেশ দেন।
এ ছাড়া এ দিনই বগটুইতে দাঁড়িয়ে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই গ্রেফতার করা হয়েছে আনারুলকে। শুধু আনারুলই নয়, মমতা বলেন, ‘একটা খুন যখন হয়ে গিয়েছে, তখন এসডিপিও-র সতর্ক হওয়া উচিত ছিল।’ এই গ্রামে আগে অনেক খুন-খারাপি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মমতা সাফ জানান, যাঁরা জেনেশুনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগাননি, তাঁদের কঠোর শাস্তি চান তিনি।