‘জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর’ দেবাঞ্জন, প্রথমবার মুখ খুললেন মমতা

ঋদ্ধীশ দত্ত |

Jun 28, 2021 | 7:04 PM

Mamata Banerjee on Fake Vaccination: মুখ্যমন্ত্রী রীতিমতো তীব্র প্রতিক্রিয়া দেন দেবাঞ্জনের বিরুদ্ধে। দেবাঞ্জনকে স্পষ্ট ভাষায় 'প্রতারক' হিসেবে অ্যাখ্যা দেন তিনি।

জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর দেবাঞ্জন, প্রথমবার মুখ খুললেন মমতা
অলংকরণ- অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন মমতা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক চলার সময় ভুয়ো আইএএস-র নামের উত্থাপন হতেই ক্ষোভে কার্যত ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। রীতিমতো তীব্র প্রতিক্রিয়া দেন দেবাঞ্জনের বিরুদ্ধে। গোটা ঘটনায় পুলিশ-পুরসভায় দায় এড়াতে পারবে না, জানিয়ে দেন মমতা। পাশাপাশি দেবাঞ্জনকে স্পষ্ট ভাষায় ‘প্রতারক’ হিসেবে অ্যাখ্যা দেন তিনি।

ভুয়ো টিকা-কাণ্ডের প্রসঙ্গ উঠলে দেবাঞ্জনকে নিয়ে মুখ্যমন্ত্রীকে এ দিন জনৈক সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, “ওর নাম বারবার বলছেন কেন? ওকে জনপ্রিয় করার কি কোনও দরকার আছে? প্রতারক হিসেবে বলবেন। তার এত বড় সাহস, ঔদ্ধত্য, অহংকার, যে সমস্ত কিছু নকল করল। এতে সরকারের কোনও ভূমিকা নেই। সরকার তো এটা করেনি। অনেকে আছে এসে বলে, এই চিটফান্ডে টাকা রাখুন। সাধারণ মানুষ যারা সহজ-সরল হয় তাঁরা রেখে দেয়। মানুষকেও বুঝতে হবে।”

মমতা বলে চলেন, “এরকম কিছু কিছু লোক আছে যারা দেখতে সুন্দর। সেজেগুজে টিপটপ থাকে। তারা প্রতারণা করে বেড়ায়। কখনও মুখ্যমন্ত্রী বা কখনও প্রধানমন্ত্রীর সই নকল করে, কখনও সরকারের সই নকল করে। ভুলে গিয়েছেন, সংসদে যখন হামলা হয়েছিল সরকারের লালবাতি লাগানো গাড়িতে তা হয়েছিল। যারা এমন কাজ করে, এদের আমি মানুষ বলে মনে করি না। অমানুষ বলেও মনে করি না। এরা মানুষের জীবন নিয়ে খেলে, জঙ্গিদের থেকেও ভয়ঙ্কর। এবং অভিযোগ কানে আসার সঙ্গে সঙ্গে কড়া সিদ্ধান্ত নিয়েছি। সিট গঠন করেছি। আমি নিজে কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যে যে ব্যক্তি ওর (দেবাঞ্জনের) সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না। আমরা সব ধরনের কঠোর পদক্ষেপ করব।”

আরও পড়ুন: ‘উনি দুর্নীতিগ্রস্ত লোক, জৈন হাওলা কেসের চার্জশিটে নাম ছিল’, ধনখড়কে তীব্র আক্রমণ মমতার

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যারা ওই জাল ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য ভবন একটা বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে। প্রত্যেকের শরীরে নজর রাখা হচ্ছে। মিমি চক্রবর্তীর শরীর নিয়ে আপনারা যেরকম সবাই চিন্তিত, আমরাও খুব চিন্তিত। তবে আমি বলল, আমার ধিক্কার জানানোর ভাষা নেই। এই ধরনের জালিয়াতদের থেকে সাবধান থাকুন।”

আরও পড়ুন: বাস-অটো পরিষেবা চালু হচ্ছে রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর, আলোচনা হল না লোকাল ট্রেন নিয়ে

Next Article