চালু হচ্ছে বাস-অটো-টোটো, লোকাল ট্রেনে এখনও ‘না’ মুখ্যমন্ত্রীর
West Bengal Partial Lockdown: ৫০ শতাংশ সরকারি ও বেসরকারি বাস ১ জুলাই থেকে চালানো যাবে বলে জানিয়েছেন মমতা।
কলকাতা: রাজ্যে বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করা হলেও এ বার গণপরিবহনে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে একাধিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ৫০ শতাংশ সরকারি ও বেসরকারি বাস ১ জুলাই থেকে চালানো যাবে বলে জানিয়েছেন মমতা। এর পাশাপাশি অটো, টোটো চলবে। যদিও লোকাল ট্রেন চালানো সম্পর্কে এখনও কোনও ঘোষণা করা হয়নি। যদিও সার্বিক বিধিনিষেধের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর পাশাপাশি সেলুন ও বিউটি পার্লার খোলার ক্ষেত্রেও সোমবার ছাড়পত্র দেওয়া ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সমস্ত সেলুন ও বিউটি পার্লার খোলা যাবে। জিমও খোলা যাবে। কিন্তু তা সকাল ৬ টা থেকে ১০ টা এবং বিকেল ৪ টে থেরে ৮ টা পর্যন্ত খোলা যাবে। সমস্ত দোকান সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খুলে রাখা যাবে বলে ঘোষণা মমতার। এ বাদে সব্জি-মাছ বাজার খোলা যাবে দুপুর ১২ টা পর্যন্ত। তবে একটি বিষয় এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা, সব ধরনের ছাড়ই পরীক্ষামূলক ভাবে দেওয়া হচ্ছে। যদি করোনা পরিস্থিতি কোনওভাবে খারাপ হয়, তাহলে এই ছাড়গুলি প্রত্যাহার করে নেওয়া হতে পারে, এমন ইঙ্গিতও দেন মমতা।
অন্যদিকে, রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা রুষ্ট সুরে মমতা স্পষ্ট জানিয়ে দেন, এই নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। যখন আলোচনা হবে তখন সেটা জানিয়ে দেওয়া হবে। সরকারি এবং বেসরকারি অফিসেও হাজিরার হার বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা ঘোষণা করেন মমতা। যদিও সামাজিক দূরত্ববিধি এবং মাস্ক পরার মতো নিয়ম কার্যত বহাল থাকছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বিন্দলের অপসারণ চেয়ে চিঠি নিয়ে জোর বিতর্ক হাইকোর্টের অন্দরে, কোণঠাসা অশোক দেব