Kolkata Roads: ২৫ তারিখ কলকাতার এই রাস্তা দিয়ে একদম যাবেন না, ১৬ ঘণ্টার জন্য নির্দেশিকা জারি
Vidyasagar Setu: এদিকে বিগত কয়েক মাসে লাগাতার ব্রিজ বন্ধ হওয়ায় শহরের অন্য রাস্তার উপরেও চাপ অনেকটাই বেড়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে সেতুর উপর এই পুরো কাজ চলছে। কলকাতা পুলিশের তরফে যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তা বলছে ওইদিন সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কাজ চলবে।

কলকাতা: বিগত কয়েক মাসে দফায় দফায় বন্ধ হয়েছে। এবার ফের আগামী রবিবার ২৫ জানুয়ারি কলকাতার অন্যতম প্রধান সংযোগকারী রাস্তা বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ। জনসাধারণের নিরাপত্তা ও সেতুর জরুরি পরিকাঠামোগত মেরামতির স্বার্থেই চলবে রক্ষাবেক্ষণের কাজ। তেমনটাই বলা হচ্ছে প্রশাসনের তরফে। সেই জন্য়ই রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে মূল সেতু এবং এর সঙ্গে যুক্ত কোনো র্যাম্প দিয়েই কোনও প্রকার গাড়িই চলাচল করতে পারবে না।
এদিকে বিগত কয়েক মাসে লাগাতার ব্রিজ বন্ধ হওয়ায় শহরের অন্য রাস্তার উপরেও চাপ অনেকটাই বেড়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে সেতুর উপর এই পুরো কাজ চলছে। কলকাতা পুলিশের তরফে যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তা বলছে ওইদিন সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কাজ চলবে। ভারী কাজের জন্য দীর্ঘ সময় বন্ধ করা হবে সেতু। তবে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করতেই এইকাজ অত্যন্ত জরুরি বলেই প্রশাসনের তরফে বারবারেই বলা হচ্ছেয।
সেতু বন্ধ থাকার কারণে যানজট যে হবে তা বুঝতে পারছে পুলিশ। সে কারণেই বলছে বিকল্প রুটের কথা। এজেসি বোস রোড, কেপি রোড বা খিদিরপুরের দিক থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে, ওয়াই-পয়েন্ট থেকে আসা গাড়িগুলিকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরার কথা বলা হচ্ছে।
