Sheikh Hasina: কোন ‘ছাড়পত্রে’ ভারতে রয়েছেন হাসিনা?
Sheikh Hasina: শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে ভারতে আসার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আর সেই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আর কতদিন ভারতে থাকতে পারবেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে।

কলকাতা: কোটা সংস্কার আন্দোলন। জুলাই মাসের শুরু থেকে যে আন্দোলন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। প্রাণ হারিয়েছেন ৫০০-র বেশি মানুষ। আর সেই আন্দোলনের জেরেই গত ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। আর ক্ষমতা ছেড়ে চলে আসেন ভারতে। এই মুহূর্তে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কোন ছাড়পত্রে তিনি ভারতে রয়েছেন? কূটনেতিক পাসপোর্টই কি হাসিনার সেই ছাড়পত্র? কী এই কূটনৈতিক পাসপোর্ট? কী হয়েছিল ৫ অগস্ট? কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ তপ্ত। গত ৫ অগস্ট গণভবনের দিকে এগিয়ে আসতে থাকেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে জাতির উদ্দেশে বক্তব্য রাখতে চেয়েছিলেন হাসিনা। কিন্তু, সেই সময় তিনি পাননি। তারপরই শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে সেখান থেকে...
