civic volunteer: এলাকা থেকে বালি চুরি করত সিভিক? মারাত্মক অভিযোগ উঠল মইদুলের বিরুদ্ধে
civic volunteer: ঘটনাটি নোদাখালি আলমপুর চালকল মোড় এলাকায়। রাতে একটি ছোট হাতিতে করে বালি চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা। সেই সময় তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসীরা। এরপর ওই গাড়ির চালকসহ আরও দু'জনকে থানায় পুলিশ আটক করে নিয়ে যায়।

নোদাখালি: বেশ কয়েকদিন ধরে নোদাখালি এলাকায় রাতের অন্ধকার থেকে বালি পাথর চুরি হচ্ছিল। নিত্যদিনই এই ঘটনা ঘটছিল। এরপর অভিযুক্তদের ধরতে ওঁত পেতে বসেছিল স্থানীয় বাসিন্দারা। তারপরই পুলিশ হাতেনাতে ধরে তাঁদের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার।
ঘটনাটি নোদাখালি আলমপুর চালকল মোড় এলাকায়। রাতে একটি ছোট হাতিতে করে বালি চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা। সেই সময় তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসীরা। এরপর ওই গাড়ির চালকসহ আরও দু’জনকে থানায় পুলিশ আটক করে নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে। তখনই নাম উঠে আসে এক সিভিক ভলান্টিয়ারের। অভিযুক্ত ব্যক্তির নাম মইদুল মল্লিক। তিনি বিল্লাপুর ফাঁড়িতে কর্মরত বলে জানা যাচ্ছে। অভিযোগ, সমস্ত চুরি বালি ও পাথর মইদুল মল্লিক নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে বিক্রি করত চোরেরা।
নূর আলি মান্না নামে অভিযোগকারী বলেন, “বিগত সাড়ে তিন-চার মাস ধরে বালি পাথর চুরি যাচ্ছিল। কারা চুরি করছে সেটার জন্য প্রায়ই ওঁত পেতে বসে থাকি। কিন্তু চোর ধরতে পারিনি। এরপর গাড়ি সমেত তিনজনকে ধরি। এরপর তাদের পুলিশের হাতে তুলে দিই। পরে জানতে পারি যে চোরেরা এক সিভিক পুলিশের কাছে এই সব জিনিস বিক্রি করে। এখন আমরা লিখিত অভিযোগ করেছি।”

