Kolkata Metro: পয়লা বৈশাখের দুপুরে মেট্রোয় ঝাঁপ! আংশিক ব্যাহত পরিষেবা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 15, 2022 | 6:22 PM

Suicide in Kolkata: ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো রেল পরিষেবা। ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করে।

Kolkata Metro: পয়লা বৈশাখের দুপুরে মেট্রোয় ঝাঁপ! আংশিক ব্যাহত পরিষেবা
কলকাতা মেট্রো

Follow Us

কলকাতা : নতুন বছরের শুরুতেই মেট্রোয় ঝাঁপ। ময়দান মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর প্রায় ১ টা নাগাদ। বছর ৩৫ এর ওক যুবকের নাম অনির্বাণ আদ্যি। বাড়ি শিয়ালদহের মুচিপাড়া এলাকায়। কবি সুভাষমুখী একটি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো রেল পরিষেবা। ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করে। পরে ওই যুবকের দেহ উদ্ধার করে মেট্রোর লাইনের উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসাপাতালের মর্গে।

ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২ টা বেজে ৫৪ মিনিট। দক্ষিণেশ্বেরর দিক থেকে কবি সুভাষগামী একটি মেট্রো ঢুকছিল ময়দান স্টেশনে। তখনই মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, অনির্বাণ আদ্যি নামে ওই ব্যক্তি বেশ অনেকক্ষণ ধরেই ময়দান মেট্রো স্টেশনের ভিতরে ঘোরাফেরা করছিলেন। মৃতের সঙ্গে একটি মানি ব্যাগ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের মানি ব্য়াগ ভর্তি টাকা ছিল এবং সেই সঙ্গে আধার কার্ড ও ভোটার কার্ডও ছিল। সেই থেকেই মৃতের নাম – পরিচয় ও ঠিকানা জানতে পারা যায়।

উল্লেখ্য, কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। কেউ বরাত জোরে প্রাণে বেঁচেছেন, কারও আবার মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরুতেই (জানুয়ারি মাসে) কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক ব্যক্তি। সেই ঘটনাটি ঘটেছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। সেই সময়েও আত্মহত্যার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো রেল পরিষেবা বন্ধ ছিল।

কলকাতা মেট্রো হল কলকাতার লাইফলাইন। শহরের যানজট এড়িয়ে দ্রুত কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সবারই প্রথম পছন্দ মেট্রো রেল পরিষেবা। তাই যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ করেনি কর্তৃপক্ষ। তাই দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রাখা হয়। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লেগে যায়।

আরও পড়ুন : Kalbaishakhi Storm: ‘চরিত্র’হীন চৈত্র, কালবৈশাখীকে লুকিয়ে রেখে কেন ‘অশোভন’ প্রকৃতি?

 

Next Article