RG Kar: ‘সঞ্জয় কোনও না কোনওদিন মুখ খুলবেই…’, বুকে আশা নিয়ে দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা

সুমন মহাপাত্র | Edited By: Avra Chattopadhyay

Feb 09, 2025 | 11:46 AM

RG Kar: তবে এই লড়াই যে এখনই থামছে না, সেই কথাটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'তাঁর নামটা আজ মুছে যেতে চলেছে। আর সেটিকে অটুট রাখতেই আমাদের লড়াই। এই লড়াই তাঁর বিচারের জন্যও।'

RG Kar: সঞ্জয় কোনও না কোনওদিন মুখ খুলবেই..., বুকে আশা নিয়ে দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা
তিলোত্তমার বাড়িতে টিভি৯ বাংলা

Follow Us

কলকাতা: পরিপাটি বিছানা। ঘরের চার দেওয়ালের একটা দেওয়াল জুড়ে শুধু থাকে থাকে সাজানো বইপত্র। এক পাশে পড়ে রয়েছে একটি কম্পিউটার। ঘরের মাঝখানেই রয়েছে বিছানা। সাজানো ঘর, অভাব নেই কোনও কিছুরই। কিন্তু তাও একটা নিঃসঙ্গতা। হাজার জিনিস দিয়ে ভরিয়েও যেন প্রাণ ফিরে পাচ্ছে না ঘরটি। এই ঘর আসলে তিলোত্তমার। প্রাণের উৎসকে হারিয়ে যেন একেবারে নির্জীব হয়ে পড়েছে ঘরটিও।

আজ তাঁর জন্মদিন। তাই স্মৃতি আগলেই মেয়ের বিচার চেয়ে পথে নামবেন বলেছেন নির্যাতিতার বাবা-মা। তার আগে টিভি ৯ বাংলাকে এক্সক্লিউসিভ সাক্ষাৎকার দিলেন তিলোত্তমার মা।

এদিন তিনি বলেন, ‘তাঁর অনেক স্বপ্ন ছিল। যা আজও অধরাই রয়ে গেল। মেয়ে আর ফিরে আসবে না। কিন্তু কর্মস্থলে যে ঘটনাটা ঘটেছে তার ভিত্তিতে চাই ন্যায়বিচার।’

এরপরই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, আমাদের মেয়ে অনেক বড় ডাক্তার হবে। চিকিৎসকের বাবা-মা হিসাবে আমাদের পরিচিতি হবে। কিন্তু এই নির্যাতিতার বাবা-মা ডাকটা প্রতি মুহূর্তে যেন বিঁধছে আমাদের।’

তবে এই লড়াই যে এখনই থামছে না, সেই কথাটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘তাঁর নামটা আজ মুছে যেতে চলেছে। আর সেটিকে অটুট রাখতেই আমাদের লড়াই। এই লড়াই তাঁর বিচারের জন্যও।’ এদিন সঞ্জয়ের প্রসঙ্গেও মুখ খোলেন নির্যাতিতার মা। যেখানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঞ্জয়ের ফাঁসির দাবিতে সুর চড়িয়েছেন। সেখানে দাঁড়িয়ে উল্টে পথে চলছেন নির্যাতিতার বাবা-মা।

এদিন তিনি বলেন, ‘সঞ্জয় সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। তাই তাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আমাদের বিশ্বাস সঞ্জয় কোনও না কোনওদিন মুখ খুলবেই। অন্যান্য দোষীরাও ধরা পড়বে।’ তিনি আরও বলেন, ‘যে চারজন সেই রাতে ঘটনার আগে আমার মেয়ের সঙ্গে বসে ডিনার করেছিলেন, তাদের তো কোনও রকম ভাবে জেরা অবধি করা হয়নি। এরা কাদের আড়াল করার চেষ্টা করছে?’

এদিন আরজি কর মেডিক্যাল কলেজে তিলোত্তমার ভিপি সুমিত রায় তফাদারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তোলেন নির্যাতিতার মা। তাঁর কথায়, ‘তিনিও এই খুনের সঙ্গে জড়িত।’