AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chetla Murder: সোজা গলায় ঢুকিয়ে দিল রড, খোদ মেয়রের ওয়ার্ডেই প্রকাশ্য রাস্তায় খুন!

Crime News: এই খুনের ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় চেতলা থানার পুলিশ। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও জানার চেষ্টা করা হচ্ছে যে ঘটনার সময় কারা উপস্থিত ছিল, কে, কীভাবে ঘটাল এই কাণ্ড। 

Chetla Murder: সোজা গলায় ঢুকিয়ে দিল রড, খোদ মেয়রের ওয়ার্ডেই প্রকাশ্য রাস্তায় খুন!
ঘটনাস্থলে পুলিশ।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 26, 2025 | 1:25 PM
Share

কলকাতা: মেয়রের ওয়ার্ডে প্রকাশ্য রাস্তায় খুন! শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। মৃতের গলায় রড ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অশোক পাসওয়ান (৪২)। শনিবার রাত ১১.৩০ নাগাদ বাস স্ট্যান্ডের কাছে বন্ধুদের সঙ্গে বসেছিলেন তিনি। তারপর হঠাৎ বচসা শুরু হয়। আচমকা একজন ওই ব্যক্তির গলায় রড ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। আহত, রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার দৌড়ে নিজের বোনের বাড়ির দিকে যান। তবে পৌঁছতে পারেননি, রাস্তার পাশেই পড়ে যান অশোক। স্থানীয় বাসিন্দারা তাঁকে এই অবস্থায় দেখে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

এই খুনের ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় চেতলা থানার পুলিশ। ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও জানার চেষ্টা করা হচ্ছে যে ঘটনার সময় কারা উপস্থিত ছিল, কে, কীভাবে ঘটাল এই কাণ্ড।

পুলিশ সূত্রে খবর, মদের আসরে কোন এক কারণে গণ্ডগোল থেকেই এই খুন। অশোক পাসওয়ান পেশায় গাড়ির মেকানিক। তিনি রোজই মদের আসরে যেতেন। আটক ব্যক্তিরাও তাঁর পরিচিত।

এদিকে, চেতলায় যে জায়গায় খুন হয়েছে, তা মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড! বিভিন্ন অনুষ্ঠানে মেয়র এবং তাঁর কন্যা প্রায়সময়ই সেখানে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর ওই বাস স্ট্যান্ডের আশেপাশে জুড়ে বসে মদের আসর। অনেক রাত পর্যন্ত অসামাজিক কাজ হয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। একাধিকবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।