Bus Accident in Kolkata: নাতির সঙ্গে শেষ দেখা হল না, কলকাতায় বাসের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার
Kolkata Accident: প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এম আর বাঙ্গুর হাসপাতালের আশপাশের চত্বরে থাকতেন ওই বৃদ্ধা। জানা যাচ্ছে, আজ দুপুরে নাতিকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে আসছিলেন তিনি। সেই সময়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। ঘড়িতে তখন দুপুর প্রায় একটা। নাতিকে নিতে আসার পথে ৪৭ নম্বর রুটের একটি বাস ধাক্কা মারে বৃদ্ধাকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

কলকাতা: খাস কলকাতায় বেপরোয়া গতির বলি। কলকাতার চারু মার্কেট থানা এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে নবীনা সিনেমা হলের কাছে। বৃদ্ধার নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এম আর বাঙ্গুর হাসপাতালের আশপাশের চত্বরে থাকতেন ওই বৃদ্ধা। জানা যাচ্ছে, আজ দুপুরে নাতিকে স্কুল থেকে বাড়ি নিয়ে যেতে আসছিলেন তিনি। সেই সময়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। ঘড়িতে তখন দুপুর প্রায় একটা। নাতিকে নিতে আসার পথে ৪৭ নম্বর রুটের একটি বাস ধাক্কা মারে বৃদ্ধাকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
সপ্তাহের প্রথম দিনেই এই পথ দুর্ঘটনার জেরে আশপাশের পথচলতি সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের জন্য এলাকায় যানজটও তৈরি হয়। বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া মাত্রই চারু মার্কেট থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। কিন্তু ততক্ষণে জনরোষের মধ্যে পড়ার ভয়ে, বেগতিক বুঝে বাস ছেড়ে পালিয়ে যায় চালক ও কন্ডাকটর। ওই ঘাতক বাসটিকে আটক করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে শুরু করেছেন পুলিশকর্মীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে ঘাতক বাসের চালক ও কন্ডাকটরেরও খোঁজ চালাচ্ছেন চারু মার্কেট থানার পুলিশকর্মীরা।
উল্লেখ্য, চলতি মাসেই উত্তর দিনাজপুর জেলাতেও বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছিল। সাইকেলে চেপে রাস্তা পার হওয়ার সময় এক বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় বছর চব্বিশের এক যুবকের। সেই ঘটনায় দেহ উদ্ধারে গিয়ে ব্যাপক জনরোষের মধ্যে পড়তে হয়েছিল পুলিশকর্মীদের। উত্তেজিত জনতা পুলিশকর্মীদের মারধরও করেছিল বলে অভিযোগ।
