AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যাফের নামে চলে হুক্কা পার্লার! বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারল ক্যাফের কর্মীরা

Kolkata: বাড়ির মালিকের অভিযোগ, ক্যাফের মধ্যে চলে হুক্কা পার্লার। সেইসঙ্গে চলে নোংরা অবৈধ সমস্ত কাজ। তিনি বেশ কয়েকবার বারণ করেছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। উল্টে ওই ক্যাফের কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলেই অভিযোগ।

ক্যাফের নামে চলে হুক্কা পার্লার! বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারল ক্যাফের কর্মীরা
নিরাপত্তারক্ষীকে মার।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 27, 2025 | 10:46 AM
Share

কলকাতা: ক্যাফের আড়ালে চলছে হুক্কা বার। ভিতরে চলে আরও অসামাজিক কাজ, এমনটাই অভিযোগ বাড়ি মালিকের। প্রতিবাদ করতেই বেধড়ক মার খেতে হল নিরাপত্তারক্ষীকে। তাঁর কাছ থেকে টাকা-পয়সা, সোনার জিনিসও ছিনতাই করা হয় বলে অভিযোগ। পাল্টা আবার ক্যাফে মালিকরা অভিযোগ এনেছেন হেনস্থার। দুই পক্ষই লেক থানায় অভিযোগ দায়ের করেছে।

১৮৮/১৪A প্রিন্স আনোয়ার শাহ রোড। চারতলা বাড়ির নিচের গাড়ি বারান্দা চার মাস আগে ভাড়া দিয়েছেন বাড়ির মালিক আতিকুর রহমান। তার স্ত্রীর নামে ৩ বছরের চুক্তি হয়, ওই জায়গা ক্যাফে করার জন্য ভাড়া দেন। সিমরন জুলিয়ান এবং আহমেদ নামের দু’জন ওই জায়গা ভাড়া নিয়ে সেখানে ক্যাফে শুরু করেন।

বাড়ির মালিকের অভিযোগ, ক্যাফের মধ্যে চলে হুক্কা পার্লার। সেইসঙ্গে চলে নোংরা অবৈধ সমস্ত কাজ। তিনি বেশ কয়েকবার বারণ করেছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। উল্টে ওই ক্যাফের কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলেই অভিযোগ। ক্যাফের মালিকদের সঙ্গে এই নিয়ে কথা বললে, তারা রাজনৈতিক নেতা এবং মন্ত্রীদের নাম নেয়, নেতা-মন্ত্রীদের আত্মীয় পরিচয় দিয়ে, তাঁকে ভয় দেখায় বলেও অভিযোগ বাড়ি মালিকের।

বিল্ডিং-এর নিচে ক্যাফের ঠিক পাশেই রয়েছে একটা ছোট গেট। সেখান থেকেই বিল্ডিংয়ের বাকি আবাসিকরা যাতায়াত করেন। ওই গেটের সামনে বাড়ির মালিক একজন সিকিউরিটি রেখেছেন। অভিযোগ, তাঁর সঙ্গেও প্রায়সই দুর্ব্যবহার করে ক্যাফের স্টাফরা।

রবিবার দুপুরে ওই নিরাপত্তা রক্ষীর সঙ্গে ক্যাফের স্টাফদের চরম বচসা বাধে। অভিযোগ, তখনই বেশ কয়েকজন স্টাফ ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর করে। তাঁর পকেটে কয়েক হাজার টাকা ছিল, গায়ে সোনার জিনিস ছিল, যা, সব কিছু খোয়া যায়!

যদিও ক্যাফের মালিক এবং স্টাফরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বাড়ির মালিক আপত্তি করায় বেশ কয়েকদিন হুক্কাবার বন্ধ করে দিয়েছেন তারা। সেই সঙ্গে ক্যাফের ভিতর চলা অবৈধ কাজের সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন তারা। পাল্টা বাড়ির মালিকের বিরুদ্ধেই তাদের অভিযোগ, বাড়ির মালিক বিভিন্ন রকম ভাবে তাদের সমস্যা তৈরি করছেন। সেই সঙ্গে ক্যাফে ভাড়ার টাকা লেনদেনের যে প্রক্রিয়া, সেখানে মালিক তাদের থেকে অবৈধ ভাবে টাকা দেওয়ার জন্য জোর দিচ্ছেন।

রবিবার দুপুরের ঘটনা নিয়ে ক্যাফের একজন মহিলা স্টাফ পাল্টা অভিযোগ করেছেন, তাঁর চুল টেনে ফেলে, তার বুকে লাথি মারা হয়েছে। তার সঙ্গে শ্লীলতাহানি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। উভয় পক্ষের তরফ থেকে লেক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্যাফের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ নিয়ে আক্রান্ত নিরাপত্তারক্ষী বলেন, “ওরা আমায় পিঠে, বুকে মেরেছে। আর পারছিলাম না। আমায় মারধর করার সময় তখন ওর চুল সামনে এসে পড়ে। আমি সেই চুল ধরে বেঁচেছি। ওরা বলছে, এখানে যে বসবে, তাঁকে মেরে ফেলব। আমাদের মালিক বলেছে যে বসবে, তাঁকেই  মেরে উঠিয়ে দিতে।”

অন্যদিকে, ক্যাফে মালিক বলেন, “আজ সকালে আমার এক কর্মীকে হেনস্থা করা হয়েছে। বুকে লাথি মারা হয়েছে, বাজেভাবে তাঁকে স্পর্শ করা হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি।” বাড়ি মালিকের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “আমাদের যাবতীয় সঞ্চয় লাগিয়ে এই ক্যাফে বানিয়েছি। ওঁর স্বভাব এভাবে ভাড়াটেদের হেনস্থা করা এবং দখল নেওয়া।”

বাড়ি মালিক আবার থানার এক অফিসারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। দীপক নামে এক এআরও (ARO) অফিসার প্রতি মাসে টাকা নেয় বলে অভিযোগ। থানায় যোগাযোগ করে লাভ হয় নি। গন্ডগোল হলেই ওই দীপক এসে পক্ষপাত নেয় বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই থানার উপর ভরসা না করে, ডিসি অফিসের দ্বারস্থ হয়েছেন বাড়ির মালিক।