Science Fair: অবাক করছে ‘এক চাকার মোটরবাইক’, আচার্য সত্যেন্দ্রনাথ বসুর স্মরণে চলছে জমজমাট বিজ্ঞান মেলা
Science Fair in Kolkata: নবপ্রযুক্তির মোটর সাইকেল দেথতেও ব্যাপক ভিড় হচ্ছে। এছাড়া অ্যানাটমি বিভাগের স্টল এবং পুরনো আমলের রেডিও ও ঘড়ির বিরল সংগ্রহ নিয়ে সাজানো স্টলগুলিতেও সাধারণ মানুষের নজর কাড়ছে। বিভিন্ন কলেজের পড়ুয়াদের তৈরি বিজ্ঞানের মডেলগুলিও রীতিমতো মুগ্ধ করছে।

কলকাতা: উত্তর কলকাতার ঐতিহ্যবাহী হেদুয়া পার্কে ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গেল ‘আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’। স্কটিশ চার্চ কলেজের ঠিক বিপরীতে মহাসমারোহে আয়োডন করা হয়েছে এই মেলার। চলবে আগামী ২০শে জানুয়ারি পর্যন্ত। আচার্য সত্যেন্দ্রনাথ বসুর অবদানকে মাথায় রেখে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই মূলত এই মেলার আয়োজন। তবে উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে বিজ্ঞানপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের উৎসাহও ছিল দেখার মতো।
এবারের মেলায় ৪০টি স্কুল এবং ১৫টিরও বেশি কলেজ অংশগ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। মেলার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে অত্যাধুনিক ‘এক চাকার মোটরবাইক’। এই নবপ্রযুক্তির মোটর সাইকেল দেথতেও ব্যাপক ভিড় হচ্ছে। এছাড়া অ্যানাটমি বিভাগের স্টল এবং পুরনো আমলের রেডিও ও ঘড়ির বিরল সংগ্রহ নিয়ে সাজানো স্টলগুলিতেও সাধারণ মানুষের নজর কাড়ছে। বিভিন্ন কলেজের পড়ুয়াদের তৈরি বিজ্ঞানের মডেলগুলিও রীতিমতো মুগ্ধ করছে। বিজ্ঞানের নানাবিধ জটিল বিষয়গুলিকে সহজভাবে তুলে ধরা হয়েছে এই মডেলগুলির হাত ধরে। তা দেখতেই ভিড় জমাচ্ছে ছোটরা।
মেলার চার দিনই থাকছে কুইজ, বসে আঁকো প্রতিযোগিতা। থাকছে অঙ্কের প্রতিযোগিতাও। থাকছে আরও একাধিক সৃজনশীল আয়োজন। পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত হচ্ছে বিশেষ সেমিনার। মেলায় ‘আরাবল্লী বাঁচাও’ আন্দোলনের মতো পরিবেশ সচেতনতামূলক বিষয়ও থাকছে। পাশাপাশি ‘পৃথিবী ছাড়া ১৪ দিন’ বিষয়ক একটি আলোচনা পর্বেরও আয়োজন করা হয়েছে। এই বিষয়ে নিজের মূল্যবান বক্তব্য রাখবেন অধ্যাপক দেবীপ্রসাদ দুয়ারি।
