SSC Exam 2025: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা! পরীক্ষা শুরুর আগে লাস্ট মিনিটে কোন কোন বিষয়ে নজর দিতে হবে জেনে নিন

SSC Recruitment Exam: স্কুল সার্ভিস কমিশন বলছে, ৭ তারিখ হচ্ছে নবম-দশমের পরীক্ষা। ১৪ তারিখ হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন চাকরিপ্রার্থী। রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৬৩৫।

SSC Exam 2025: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা! পরীক্ষা শুরুর আগে লাস্ট মিনিটে কোন কোন বিষয়ে নজর দিতে হবে জেনে নিন
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 07, 2025 | 9:21 AM

কলকাতা: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। জেলা জেলা শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্য়েই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন চাকিপ্রার্থীরা। এসএসসি-র হাতে ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর। এবারের পরীক্ষার জন্য আরও তৎপর স্কুল সার্ভিস কমিশন। করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। অ্যাডমিট কার্ডে থাকছে বারবার। শুধু অ্যাডমিট কার্ড নয়, সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার বা আধার কার্ড নিয়ে পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে চাকরিপ্রার্থীদের। সেল্ফ অ‍্যাটেস্টেড আধার বা ভোটার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে। ১২টা থেকে শুরু পরীক্ষা। পৌঁছাতে হবে ১০টার মধ্যেই। কিন্তু কখনও উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট হাতে পাবেন পরীক্ষার্থীরা? কীভাবেই বা সবদিক ঠিকঠাক রেখে দিতে হবে পরীক্ষা? 

লাস্ট মিনিটে কোন কোন বিষয়ে নজর

  • উত্তরপত্র হাতে পাওয়ার পর নাম, রোল নম্বর যাতে ঠিক মতো লেখা হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। রোল নম্বর লেখার ক্ষেত্রে যেভাবে গোল গোল করে ভরাট করতে হয় নির্দিষ্ট জায়গা সেটায় বিশেষ নজর দিতে হবে।
  • কোনওভাবে কালি যাতে বাইরে বেরিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। কালো বা নীল স্বচ্ছ পেন দিয়ে ওএমআর শিট ভরতে হবে। 
  • পাশাপাশি ওএমআর শিটের নিচে থাকছে নাম সাক্ষরের জায়গা। সেখানে যথাযথভাবে নাম সই করতে হবে। পাশাপাশি অ‍্যাটেন্ডেন্স শিটেও সই করতে হবে।
  • ১ থেকে ৫ নম্বরের মধ্যে প্রশ্নগুলি থাকছে সেগুলি বিশেষ নজর রাখতে হবে গোল দাগ দেওয়ার ক্ষেত্রে। তাহলে কম্পিউটারে উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে সুবিধা হয়। গোলযোগ এড়িয়ে চেকিংয়ে সুবিধা হয়।
  • ১০টার মধ্যে পরীক্ষার্থীদের যেতে বলা হলেও ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। ওই সময়ই দেওয়া হবে উত্তরপত্র।
  • পরীক্ষা চলবে দেড় ঘণ্টা, অর্থাৎ ১টা বেজে ৩০মিনিট পর্যন্ত। কারও আগে পরীক্ষা শেষ হলেও কোনওভাবেই তিনি খাতা জমা দিতে পারবেন না। দেড়টা বাজলে তবেই জমা দেওয়া যাবে উত্তরপত্র।
  • মোট ৬০ নম্বরের পরীক্ষা। কোনও নেগেটিভ মার্কিং থাকছে না।
  • ⁠ক‍্যালকুলেটর বা কোনও ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না।
  • জলের বোতলে কোনও স্টিকার থাকলে তা নিয়ে প্রবেশ করা যাবে না।

স্কুল সার্ভিস কমিশন বলছে, ৭ তারিখ হচ্ছে নবম-দশমের পরীক্ষা। ১৪ তারিখ হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন চাকরিপ্রার্থী। ১৪ তারিখের পরীক্ষার দিন পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী। ৭ সেপ্টেম্বর গোটা রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র থাকছে ৬৩৫। ১৪ তারিখে থাকছে ৪৭৮টি পরীক্ষা কেন্দ্র।