Suvendu Adhikari on Mamata Banerjee: ‘খুব তাড়াতাড়ি বুমেরাং হয়ে যাবে’, মমতার ‘গন্দা ধর্ম’ বিতর্কে শুভেন্দুর হুঁশিয়ারি

Suvendu on Mamata: উল্লেখ্য, সোমবার ইদের সকালে রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁকে বলতে শোনা যায়, "আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়।"

Suvendu Adhikari on Mamata Banerjee: খুব তাড়াতাড়ি বুমেরাং হয়ে যাবে, মমতার গন্দা ধর্ম বিতর্কে শুভেন্দুর হুঁশিয়ারি
শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়

Mar 31, 2025 | 6:03 PM

কলকাতা: রেড রোডে ইদের নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘গন্ধা’ ধর্ম। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সনাতন হিন্দু ধর্ম খারাপ? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। বিজেপি নেতার এও প্রশ্ন কেন দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তির চেষ্টা করা হচ্ছে? ধর্মেকে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা বুমেরাং হবে বলেও মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

উল্লেখ্য, সোমবার ইদের সকালে রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁকে বলতে শোনা যায়, “আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়।” তাঁকে এও বলতে শোনা যায়, “আমি স্বামী বিবেকানন্দের ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি। কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না। ওটা হিন্দু ধর্ম-বিরোধীও।”

এরপর এ দিন শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেই পোস্টে লেখেন, “কোন ধর্মকে খারাপ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সনাতন হিন্দু ধর্ম খারাপ? এটা কী ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক মঞ্চ? কেন দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন? এটাই আপনার জন্য বুমেরাং হবে।”