Panchayat Election Case: নিহতদের কত জনের পরিবারকে ক্ষতিপূরণ, পঞ্চায়েত মামলায় এবার রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

Panchayat Election Case: পঞ্চায়েত নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে হিংসার ঘটনায় ৫৪ জন জনের মৃত্যু হয়েছে। ১৪ জুলাই রাজ্য আদালতে জানায়, পঞ্চায়েত নির্বাচনে হিংসায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।

Panchayat Election Case: নিহতদের কত জনের পরিবারকে ক্ষতিপূরণ, পঞ্চায়েত মামলায় এবার রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 2:09 PM

কলকাতা: পঞ্চায়েত আদালত অবমাননার মামলায় এবার রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচনে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে সোমবার রাজ্যের হলফনামা তলব করেছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েতে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করে মামলা করেন অধীর চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নামের তালিকাও প্রকাশ করতে হবে। এই সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের কোনও পরিবারের সদস্য, যাঁরা হোম গার্ডের চাকরি পেয়েছেন এবং যে সমস্ত পরিবার দু’লক্ষ টাকা পেয়েছেন, তাঁদের সবার নাম সহ যাবতীয় তথ্য হলফনামা আকারে আগামী ২৬ সেপ্টেম্বর জমা দিতে হবে।

পঞ্চায়েত নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে হিংসার ঘটনায় ৫৪ জন জনের মৃত্যু হয়েছে। ১৪ জুলাই রাজ্য আদালতে জানায়, পঞ্চায়েত নির্বাচনে হিংসায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।পরিবারের এক জন সদস্য হোমগার্ডের চাকরি পাবেন।

মামলাকারীর অভিযোগ, এতদিনে মাত্র ১৭ জন সেই চাকরি পেয়েছেন। বাকিদের কী হল, তা জানতে চায় আদালত। জেলাশাসককে এই নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, আদৌ মৃতদের মধ্যে কাদের পরিবার টাকা পেল কিংবা হোমগার্ডের চাকরিওবা কারা পেল, তা স্পষ্ট নয়। অনেক আহতরাও কোনও ক্ষতিপূরণ পায়নি বলে এদিন আদালতে মামলাকারী উল্লেখ করেন।