
কলকাতা: এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়-সহ মোট ২১ জনের বিরুদ্ধে অবশেষে চার্জ গঠন। এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া। বৃহস্পতিবার, আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এই চার্জ গঠন করা হয়েছে। একাদশ-দ্বাদশের নিয়োগ মামলায় গঠিত এই চার্জে রয়েছে বাছা বাছা নাম। শুধুই প্রাক্তন শিক্ষামন্ত্রী নন, এই মামলার বিচারপ্রক্রিয়ার জন্য গঠিত চার্জে রয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, তাঁর মেয়ে, এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রধান-সহ মোট ২১ জন।
আদালত সূত্রে জানা গিয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র (১২০-র-খ), তথ্যপ্রমাণ আড়াল করা (২০১), প্রতারণা (৪২০), নথি জাল (৪৬৭), জালিয়াতি (৪৬৮), সজ্ঞানে নথি জাল (৪৭১), এই কয়েকটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দায়ের করা কোনও মামলায় এই প্রথমবার চার্জ গঠন। যার শুনানিও শুরু হবে কয়েকদিনের মধ্য়েই। এদিন নিম্ন আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠন করেছেন। মামলাপত্র অনুযায়ী, নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী, এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, নিয়োগ কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, এসএসসি আধিকারিক পর্ণা বসু-সহ মোট ২১ জনের। নাম রয়েছে বেশ কিছু এজেন্টের। নাম রয়েছে নাইসা আধিকারিক পঙ্কজ বনশল, নীলাদ্রি দাসেরও।