AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha And Arpita: ‘অর্পিতাকে আমার হাঁটুর বয়সী বলে যাঁরা বিদ্রুপ করেছিলেন…’, তাঁদের একটা বার্তা দিলেন পার্থ

পার্থ নিজেকে ভীষ্মর সঙ্গে তুলনা করেছেন। বলেন, "অর্পিতাকে আমার হাঁটুর বয়সী বলে যাঁরা বিদ্রুপ করেছিলেন, তাঁদের প্রতি সহানুভূতি হয়। কারণ তাঁদের সব আমার জানা। তাই তাঁদের অপমান করতে চাই না। ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করিনি। আমি তিরবিদ্ধ হয়েছি ভীষ্মের মতো।"

Partha And Arpita: 'অর্পিতাকে আমার হাঁটুর বয়সী বলে যাঁরা বিদ্রুপ করেছিলেন...', তাঁদের একটা বার্তা দিলেন পার্থ
পার্থ ও অর্পিতাImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 12, 2025 | 6:15 PM
Share

কলকাতা: তিন বছর আগের ঘটনা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি-কাঁড়ি টাকা। সে টাকা গুণে শেষ করা যায় না। তারপর থেকে খবরে পার্থ আর অর্পিতা। তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। অনেকে ব্যঙ্গ করেছেন, অনেকে প্রশংসা করেছেন। কিন্তু চর্চা হয়েছিল। এখন সে সব দিন অতীত। জেলে থেকে ফিরেছেন দুজনই। অর্পিতা যদিও ফিরেছিলেন আগেই। তবে পার্থ ফেরেন গতকাল অর্থাৎ মঙ্গলবার। আর তারপরই একেবারে ‘সদর্পে’ বললেন, “যাঁর বৌ আছে…তার দুটো থাকতে পারে। আর আমার বৌ নেই একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি।

মঙ্গলবার বাড়ি ফিরেছেন পার্থ। বরণ করে ঘরে তোলা হয়েছে হয়েছে তাঁকে। তিনি যে আবারও সক্রিয় রাজনীতিতে আসবেন সে কথা বারেবারে বলেছেন। উদাহরণ দিয়ে পার্থ বলেছেন, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তাঁর পক্ষেও রাজনীতি ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। বাড়িতে ফিরে আসতেই বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

এ দিন পার্থকে প্রশ্ন করা হয় অর্পিতার ঘর থেকে টাকা পাওয়া নিয়ে। তবে তিনি তা নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি। স্রেফ বলেছেন, “ভূরি-ভূরি টাকা আমার থেকে পায়নি। যেটা পেয়েছে আমার বান্ধবীর থেকে। সেটা বান্ধবীই উত্তর দেবে।” এরপরই সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, অর্পিতা যে পার্থর বান্ধবী তা তিনি স্বীকার করেন? সঙ্গে-সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর উত্তর, “অর্পিতা আমার বান্ধবী তাতে অসুবিধা কী আছে? শোভন-বৈশাখিকে যদি দেখাতে পারেন তাহলে…” খানিক থেমে তারপর আবার বলেন, “আর দলে অনেককে খুঁজে পাবেন। সৌগতদাকে খুঁজে পাবেন। দিদিমণি খবর রাখেন না তা নয়। সিরিয়াল দেখেন, অভিনেত্রীদের খোঁজ রাখেন। তাঁদের কটা বদল হল সেটা খোঁজ রাখেন না এমনটা নয়।

এরপর জোর দিয়ে বলেন, “আমি সদর্পে বলছি তাতে কী হল? যাঁর বৌ আছে…তার দুটো থাকতে পারে। আর আমার বৌ নেই একটা বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি।” তবে কালকে ফিরে আসার পর এখনও যে বান্ধবীর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি সেটাও বলেছেন।

পার্থ নিজেকে ভীষ্মর সঙ্গে তুলনা করেছেন। বলেন, “অর্পিতাকে আমার হাঁটুর বয়সী বলে যাঁরা বিদ্রুপ করেছিলেন, তাঁদের প্রতি সহানুভূতি হয়। কারণ তাঁদের সব আমার জানা। তাই তাঁদের অপমান করতে চাই না। ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করিনি। আমি তিরবিদ্ধ হয়েছি ভীষ্মের মতো।”