Partha-Arpita: এক পলকে একটু দেখা! ‘মুক্ত’ অর্পিতাকে ‘বন্দি’ পার্থ বললেন, ‘ভাল থেকো, আসি’

Partha-Arpita: সুপ্রিম কোর্ট বলছে ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থকে। তবে জামিনের ক্ষেত্রে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। সে কারণেই দ্রুত চার্জ গঠনের নির্দেশও এসেছিল। দ্রুত সাক্ষীদের বয়ান রেকর্ডের কথাও বলা হয়।

Partha-Arpita: এক পলকে একটু দেখা! 'মুক্ত' অর্পিতাকে 'বন্দি' পার্থ বললেন, 'ভাল থেকো, আসি'
ফের চর্চায় পার্থ-অর্পিতা Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 8:08 PM

কলকাতা: আদালত চত্বরে হঠাৎ দেখা। ফের পাশাপাশি, ফের মুখোমুখি ওরা। একজন সদ্য জামিনে মুক্তি পেয়েছেন। আর একজন এখনও অবধি জেলবন্দি। এর আগে এজলাসে একাধিকবার দেখাও হয়েছে দু’জনের। একে অপরের দিকে তাকিয়ে কখনও মিষ্টি হাসিও হেসেছেন। এবার আদালত কক্ষ থেকে বেরিয়ে কথা হল পার্থ-অর্পিতার। সূত্রের খবর, খুবই অল্প সময় প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা বলেন অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা দেখে পার্থ হাসিমুখে শুধু বলেন, ‘আসি, ভাল থেকো’। তবে কী শীঘ্রই ফের দেখা হতে চলেছে তাঁদের? সেই জল্পনাই এখন তুঙ্গে।  

তবে তাঁরা ছাড়াও তাঁদের আইনজীবীদের মধ্যে অনেক কথাবার্তা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই বিচার ভবনে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলার বিচার শুরু হয়েছে। চলছে সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে এসেছিলেন পার্থ-অর্পিতা দু’জনেই। সেখানেই দেখা। তবে অর্পিতার সঙ্গে সাক্ষাতের আগে মামলার গতিপ্রকৃতি নিয়ে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এ নিয়ে কথা বলেন অর্পিতার সঙ্গেও। প্রসঙ্গত, অর্পিতা বন্দি থাকাকালীন ভার্চুয়াল শুনানি চলাকালীন একবার দেখা হয়েছিল পার্থর সঙ্গে। সেই সময়েও ইসরায় বেশ কিছু কথা বলতে দেখা গিয়েছিল তাঁদের। যা নিয়েও বিস্তর চর্চা হয়। 

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বলছে ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থকে। তবে জামিনের ক্ষেত্রে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। সে কারণেই দ্রুত চার্জ গঠনের নির্দেশও এসেছিল। দ্রুত সাক্ষীদের বয়ান রেকর্ডের কথাও বলা হয়। এদিকে ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত।