AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বনধ উপেক্ষা করেই খুলবে স্কুলের দরজা, সাফ কথা শিক্ষামন্ত্রীর

সাংবাদিক বৈঠক করে পার্থবাবু আজ জানান, বনধ হলেও সরকার নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছে না। শিক্ষামন্ত্রীর কথায়, "স্কুল খোলার দিন যদি তারা বন্ধ করেন। তবে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরব না।"

বনধ উপেক্ষা করেই খুলবে স্কুলের দরজা, সাফ কথা শিক্ষামন্ত্রীর
ছবি- টুইটার
| Updated on: Feb 11, 2021 | 8:36 PM
Share

কলকাতা: স্কুল খুলছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুক্রবার থেকে শুরু হচ্ছে। কিন্তু, আগামিকালই আবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বামেরা। ফলে স্কুল খুললেও পড়ুয়ারা স্কুলের ফটক পর্যন্ত পৌঁছতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যা নিয়ে এ দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ খুলেছেন। একই সঙ্গে বনধ ডাকা নিয়ে বাম শিবিরকে কটাক্ষও করেছেন তিনি।

সাংবাদিক বৈঠক করে পার্থবাবু আজ জানান, বনধ হলেও সরকার নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছে না। শিক্ষামন্ত্রীর কথায়, “স্কুল খোলার দিন যদি তারা বন্ধ করেন। তবে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরব না।” পাশাপাশি বামেদের ডাকা বনধ নিয়ে শ্লেষের সুরও শোনা যায় তাঁর কণ্ঠে। তিনি বলেন, “যারা বাংলা বনধ ডেকেছেন, কেন ডেকেছেন তারাই বলবেন। এসব ছেলেমানুষী না করে মানুষের কাজ করুন। এসব তো বিজেপি করে।”

দীর্ঘ কয়েক মাস পর স্কুল খোলা নিয়ে একাধিক সতর্কবার্তাও দিতে শোনা যায় শিক্ষামন্ত্রীকে। প্রধান শিক্ষকদের কাছে ইতিমধ্যেই কোভিড নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর পরামর্শ, “কোনও অবস্থাতেই কোভিড বিধি ভঙ্গ করা যাবে না। কোনও রকম ঝুঁকি নিয়ে কিছু করা যাবে না।” দীর্ঘ সময় বাদে স্কুল খোলা নিয়ে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মমতাও ‘জয় শ্রীরাম’ বলেন! কখন? জানালেন সুব্রত

বৃহস্পতিবার কোচবিহার ও ঠাকুরনগরের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন অমিত শাহ। দুর্নীতি থেকে শুরু করে ‘পিসি-ভাইপো’, একাধিক তিরে বিদ্ধ করেন শাসকদলকে। সেই নিয়ে এ দিন পাল্টা তোপ দেগে পার্থবাবু বলেন, “মমতা কোনও দিন হারবেন না। তার জন্য কেন উনি অপেক্ষা করবেন। কাজ ফেলে রোজই আসুন। উনি যত আসবেন, মানুষ তত মমতার পাশে থাকবে।”

প্রসঙ্গত, এ দিন বামেদের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের আকার নিয়েছিল কলকাতার একাংশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে জলকামান ও টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। লাঠিচার্জও করা হয়। এই ঘটনায় একাধিক বাম কর্মী-সমর্থক আহত হন। কয়েকজন গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদেই শুক্রবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা।

আরও পড়ুন: নবান্ন অভিযানে ঝরল রক্ত! আগামিকাল ১২ ঘণ্টার হরতালের ডাক বামেদের