Partha Chatterjee: শুনানি শেষ, এই মামলায় জামিন পেলেই জেলমুক্তি হতে পারে পার্থর

Calcutta High Court: বস্তুত, এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের (CBI)-এর দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। আলিপুর বিশেষ সিবিআই আদালত পার্থর জামিন মঞ্জুর করেছিল। এর আগে সিবিআই-এর দায়ের করা গ্রুপ সি (group c) মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee: শুনানি শেষ, এই মামলায় জামিন পেলেই জেলমুক্তি হতে পারে পার্থর
পার্থ চট্টোপাধ্য়ায়Image Credit source: X

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 15, 2025 | 12:50 PM

কলকাতা: জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ঘটনায় রায় দান স্থগিত রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ। সিবিআই (CBI)-এর দায়ের করা মামলাতেই জামিন চেয়ে কোর্টের দ্বারস্থ হন পার্থ। বস্তুত, এর আগে নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের (CBI)-এর দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। আলিপুর বিশেষ সিবিআই আদালত পার্থর জামিন মঞ্জুর করেছিল। তারও আগে সিবিআই-এর দায়ের করা গ্রুপ সি (group c) মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখনও জেলমুক্তি হয়নি তাঁর। তবে দেশের সর্বোচ্চ আদালত ও নিম্ন আদালত জামিন মঞ্জুর করলেও আটকে রইল হাইকোর্টে। অর্থাৎ, এই মামলায় যদি পার্থ জামিন পান তাহলে জেলমুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

প্রসঙ্গত, ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক নিয়োগ মামলায় নাম জড়ায় তাঁর। সেই থেকে এখনও (২০২৫ সালের সেপ্টেম্বর) পর্যন্ত জেলেই দিন কাটছে তাঁর। এমনকী, নাম জড়িয়েছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়েরও। কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল তাঁর বাড়ি থেকে।

বস্তুত, যে সময় পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, সেই সময়কার পুরো নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চলতি মাসে নতুন করে আবারও পরীক্ষায় বসতে চলেছেন পরীক্ষার্থীরা। এই আবহের মধ্যেই জামিন মিলল পার্থর। তবে পার্থ জামিন পেলেও কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহার জামিনের আবেদন খারিজ করেছে আদালত।