অসুস্থ অমিত মিত্র, বিধানসভায় বাজেট পেশ করার গুরুদায়িত্ব পার্থর কাঁধে

ঋদ্ধীশ দত্ত |

Jun 22, 2021 | 6:29 PM

এ বার অর্থমন্ত্রীর বাজেট পেশ করার কথা ছিল। কিন্তু, তাঁর শারীরিক অসুস্থতার কারণে এ দিন তৃণমূল সূত্রে জানানো হয়েছে, বাজেট পড়বেন পার্থ।

অসুস্থ অমিত মিত্র, বিধানসভায় বাজেট পেশ করার গুরুদায়িত্ব পার্থর কাঁধে
অলংকরণ- অভীক চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: অসুস্থ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাই তাঁর জায়গায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৭ জুলাই বিধানসভায় বাজেট পেশ করবেন পার্থবাবু। চলতি বছরেই বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার অর্থমন্ত্রীর বাজেট পেশ করার কথা ছিল। কিন্তু, তাঁর শারীরিক অসুস্থতার কারণে এ দিন তৃণমূল সূত্রে জানানো হয়েছে, বাজেট পড়বেন পার্থ।

আগামী ২ জুলাই থেকে বিধানসভায় বসতে চলেছে বাজেট অধিবেশন। ওই দিন বিধানসভায় রাজ্যপাল ভাষণও দেবেন বলে খবর। তারপর টানা ৬ দিন বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গিয়েছে বিধানসভা সূত্র মারফৎ। অন্যদিকে, অর্থমন্ত্রী অমিত মিত্র সশরীরে অনুপস্থিত থাকলেও তিনি অনলাইনে বিধানসভা অধিবেশনে অংশ নেবেন। শারীরিক অসুস্থতা এবং কোভিড সংক্রমণের কারণে ঘরে থাকবেন তিনি। বাড়ি থেকে বের হলে এর আগে একাধিকবার সর্দি-কাশি হয়েছে অমিতবাবুর। সেই কারণে তাঁকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে বিধানসভার কমিটির জন্য সদস্যদের নামও জমা দেওয়া হয়। যদিও চেয়ারম্যানদের নাম জমা দেয়নি বিজেপি। তাঁদের দাবি, যতক্ষণ না পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নাম সুনিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ তাঁরা অন্য কমিটির জন্য চেয়ারম্যানদের নাম দেবে না।

আরও পড়ুন: আলাপনের বিরুদ্ধে ‘চার্জ গঠন’ কেন্দ্রের, জানিয়ে দিল প্রাক্তন মুখ্যসচিবের ‘বিরুদ্ধে’ সাক্ষী দিয়েছেন কারা

বুধবার বিধানসভার নির্বাচিত ৪ কমিটির জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখনও বিজেপি মনোনয়ন দেয়নি। শুধুমাত্র চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সদস্যদের নাম। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।

আরও পড়ুন: ‘আলাপন সৎ আমলা, দক্ষ প্রশাসক, তাই নিষ্ঠুর-হৃদয়হীন আচরণ করছে কেন্দ্র’, তুলোধনা তৃৃণমূলের

 

 

Next Article