
কলকাতা: পার্থ চট্টোপাধ্য়ায় কি এবার দ্রুত রাজনীতির মূল স্রোতে ফিরতে চান? তাঁর সক্রিয়তা অন্তত সেই প্রশ্নই তুলে দিচ্ছে। বিধানসভার অধিবেশন কবে বসবে? জানতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে চর্চা চলছে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে শীতকালীন অধিবেশন। যদিও এখনও চূড়ান্ত কিছু ঠিক হয়নি এহেন আবহেই কবে অধিবেশন বসবে, তা জানতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বেহালা পশ্চিমের বিধায়ক।
শিক্ষা দুর্নীতির অভিযোগে সাড়ে তিন বছর তিন মাস জেলে থাকার পরে জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ। ১১ নভেম্বর বাড়ি ফেরেন তিনি। তারপরে থেকে অধিবেশনে যোগ দেওয়ার জন্য উদগ্রীব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার সটান চিঠি দিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া পার্থ। জেল থেকে ফেরার পর নিজের বিধানসভা ক্ষেত্রে এলাকায় গিয়ে লোকজনের সঙ্গে কথা বলবেন বলেছিলেন তিনি। কিন্তু তা এখনও আর হয়নি।
তিন বছর আগে গ্রেফতারির পরই পার্থ বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা যায় দলকে। গ্রেফতারের ছয় দিনের মধ্যেই হারান মন্ত্রিত্ব। দলের সব দায়িত্ব থেকেও তাঁকে সরানো হয়। চলে যায় মহাসচিবের পদ। পরবর্তীতে দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে দলের দূরত্ব যে অনেকটাই বেড়ে যায় সেই সময় তা বুঝিয়ে দেন দলের নেতারাই। এবার জেলমুক্তির পরই ফের স্বমহিমায় দেখা যাচ্ছে পার্থকে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়েও পার্থকে ফের রাজনীতির আঙিনায় ফেরার জন্য তার সপক্ষে স্লোগানও দিতে দেখা যায় তাঁর অনুগামীদের।