কলকাতা: প্রায় আড়াই বছর পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি মায়ের মৃত্যুর পর প্যারোলে ছিলেন অর্পিতা। তার মধ্যেই জামিন অর্পিতার। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল বিশেষ ইডি আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পর জামিন পেলেন অর্পিতা।
আপাতত অন্য কোনও মামলায় অভিযুক্ত নন তিনি, তাই জেলমুক্তির সম্ভাবনা জোরাল হচ্ছে। আদালতের নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকা ছাড়তে পারবেন না তিনি।
২০২২ সালের ২২ জুলাই, প্রথমে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নগদ টাকার পাহাড় খুঁজে পায় ইডি। সেই ছবি ছিল চমকে দেওয়ার মতো। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। প্রকাশ্যে আসে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। এই গ্রেফতারির কয়েকদিন পর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও মিলেছিল কোটি কোটি নগদ টাকা। সব মিলিয়ে প্রায় ৫২ কোটি টাকা, ৩ কোটি টাকার গয়না উদ্ধার করে ইডি।
এর আগে দেখা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলাতেই হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে জামিনের জন্য। একমাত্র অর্পিতার ক্ষেত্রেই দেখা গেল, নিম্ন আদালত থেকেই জামিন পেয়ে গেলেন তিনি। অর্পিতা আদালতে বারবার দাবি করেছেন, ওই টাকা তাঁর নয়। এছাড়া, অর্পিতা মন্ত্রী-ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও নিজেকে কখনও প্রভাবশালী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেননি। সেই কারণেই জামিন পাওয়া হজ হয়েছে বলে মনে করা হচ্ছে।