Kolkata: দীপকের বিরুদ্ধে হাইকোর্টে ছুটল লালবাজার
Kolkata: সূত্রের খবর, গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে দেওয়া বয়ানে সমরেশের হাতে পাসপোর্ট ডেলিভারি করা বাবদ ৩ হাজার টাকা করে পেয়েছেন বলেও জানিয়েছিলেন দীপক। সেই সমস্ত তথ্য প্রমাণকে হাতিয়ার করে উচ্চ আদালতে যেতে চলেছে পুলিশ।
কলকাতা: পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে এবার হাইকোর্টে আবেদন করতে চলেছে লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না।
বস্তুত, পাসপোর্ট জালিয়াতি মামলায় কলকাতা পুলিশের হাতে ধৃত দীপকের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। গত সোমবার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে দেওয়া বয়ানে সমরেশের হাতে পাসপোর্ট ডেলিভারি করা বাবদ ৩ হাজার টাকা করে পেয়েছেন বলেও জানিয়েছিলেন দীপক। সেই সমস্ত তথ্য প্রমাণকে হাতিয়ার করে উচ্চ আদালতে যেতে চলেছে পুলিশ। দীপক মণ্ডল অস্থায়ী পোস্টাল কর্মী, যাকে ১৪ ডিসেম্বর গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। প্রসঙ্গত, পাসপোর্ট কেসে এই ঘটনায় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করেছে লালবাজার। সোমবার বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে তারকনাথ সেন নামে তৃতীয় এক ব্যক্তিকে। এই তিন জনের মধ্যে দীপক ও তারক ডাকঘরের অস্থায়ী কর্মী। ধৃতদের জেরা করে লালবাজারের গোয়েন্দারা ভুয়ো পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে তাদের যোগসূত্র থাকার কথা জানতে পেরেছেন।