কলকাতায় অক্সিজেনের অভাবে প্রথম কাতরাতে কাতরাতে মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

সুমন মহাপাত্র |

Apr 26, 2021 | 2:48 PM

কিন্তু অক্সিজেনের পর্যাপ্ত জোগান না থাকায় এবং চিকিৎসায় গাফিলতি থাকায় মৃত্যু হয়েছে স্ত্রীর। এমনটাই অভিযোগ গোপাল দের।

কলকাতায় অক্সিজেনের অভাবে প্রথম কাতরাতে কাতরাতে মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দেশ করোনায় (COVID) কাবু। রাজধানীর একাধিক হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের জোগান নেই। বারবার এই অভিযোগ করছেন অরবিন্দ কেজরীবাল। প্রাণবায়ুর অভাবে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে সেখানে। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর খবর এসেছে পঞ্জাব থেকেও। এ বার অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু হল খাস কলকাতায়। এমনটাই অভিযোগ পরিবারের তরফে। বন্দর হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন ৪৩ বছরের এক মহিলা।

কলকাতার এন্টালির বাসিন্দা প্রিয়ঙ্কা দে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতা পোর্ট ট্রাস্ট সেন্টেনারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের অভিযোগ শুক্রবার রাত থেকে শনিবার দিন পর্যন্ত প্রিয়ঙ্কার শারীরিক অবস্থার অবনতি হলেও অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি। কারণ, হাসপাতালে অক্সিজেন ছিল না। প্রিয়ঙ্কার স্বামী গোপাল দে বলেন, “শুক্রবার রাত থেকে অক্সিজেন নেই। অক্সিজেনের অভাবে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।” অনেক জ্বালা যন্ত্রণা পেয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানান গোপাল দে।

তাঁর অভিযোগ, হাসপাতালের তরফে বিনা চিকিৎসা ও অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে প্রিয়ঙ্কার। গোপাল দে কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মী। কষ্ট পেয়ে ওয়ার্ড থেকে নিজের মেয়েকে ফোন করেছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু অক্সিজেনের পর্যাপ্ত জোগান না থাকায় এবং চিকিৎসায় গাফিলতি থাকায় মৃত্যু হয়েছে স্ত্রীর। এমনটাই অভিযোগ গোপাল দের। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: বেলেঘাটা আইডি হাসপাতালের বাথরুমে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার!

Next Article