বেলেঘাটা আইডি হাসপাতালের বাথরুমে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার!

ঘটনাকে ঘিরে উত্তেজনা বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)।

বেলেঘাটা আইডি হাসপাতালের বাথরুমে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার!
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 26, 2021 | 11:59 AM

কলকাতা: হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন। কোভিড (COVID) আক্রান্ত ছিলেন। কিন্তু স্বভাব আচরণে তেমন কোনও অস্বাভাবিকতা দেখেন চিকিৎসক, নার্সরা। সেই রোগীরই ঝুলন্ত দেহ উদ্ধার হল হাসপাতালের বাথরুম থেকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। মৃতের নাম কালাচাঁদ দাস (৭৫)।

বছর পঁচাত্তরের কালাচাঁদ হাসপাতালের আইবি এইটে ৪২ নম্বর বেডে ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কোভিড রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি।

সোমবার সকালে হাসপাতালের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বৃদ্ধ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। চিকিৎসকরা মনে করছেন, মানসিকভাবে ভেঙে পড়ার প্রবণতা অনেক কোভিড রোগীদের মধ্যেই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাঁদের একাকীত্ব কাটাতে কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে বলেও জানান চিকিৎসকরা।

আরও পড়ুন:  West Bengal Assembly Election 2021 Phase 7: বুথের ভিতর থেকে তৃণমূলের এজেন্টের টুপি খুলে নিয়ে চলে এলেন অগ্নিমিত্রা পাল! হতভম্ব সকলেই

মানসিক অবসাদ থেকেই ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে খাস কলকাতার বুকেই হাসপাতালে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাকি রোগীদের মধ্যে যাতে এর প্রভাব না পড়ে, সেদিকে খেয়াল রাখছেন চিকিৎসকরা।