Patient Harassment: ভিডিয়ো: ‘অসুস্থ’ হলেই উডবার্নে নেতারা, রাস্তায় পড়ে কাতরাচ্ছেন সাধারণ রোগী

TV9 Bangla Digital

| Edited By: সায়নী জোয়ারদার

Updated on: Apr 06, 2022 | 9:03 PM

SSKM: এসএসকেএমের উডবার্ন ব্লক। হাসপাতালের এই ব্লক একেবারে ঝাঁ চকচকে। সেন্ট্রাল এসি, রয়েছে কেবিন।

এসএসকেএমের উডবার্ন ব্লক। হাসপাতালের এই ব্লক একেবারে ঝাঁ চকচকে। সেন্ট্রাল এসি, রয়েছে কেবিন। চাইলে রোগী সিঙ্গল বেডের কেবিন নিতে পারেন। নিতে পারেন ডবল বেডের কেবিনও। ভাড়া ২ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে। সম্প্রতি একাধিক নেতা, মন্ত্রী সেখানে থেকেছেন। নিন্দুকেরা বলেন, সিবিআই ডাকলেই নাকি নেতাদের এই উডবার্ন ব্লকের কথা মনে পড়ে। বুধবার যেমন অনুব্রত মণ্ডল গিয়ে ভর্তি হলেন সেখানে। তাঁকেও এদিনই সিবিআই ডেকেছিল গরু পাচার মামলায়। কিন্তু প্রশ্ন উঠছে, একজন নেতা এত সহজে উডবার্নে কেবিন পেয়ে যান, অথচ দূর দূরান্ত থেকে শহরে আসা ধুঁকতে থাকা মানুষগুলোর কেন ঠাঁই হয় হাসপাতালের মেঝেতে কিংবা গেটের বাইরে? কেন শ্বাস গলার কাছে এসে দপদপ করতে থাকলেও বেড পাওয়া যায় না হাসপাতালে?

আরও পড়ুন: Anubrata Mandal vs CBI: সশরীরে হাজিরা দিতে ৪ সপ্তাহ সময় চাই, সিবিআইয়ের কাছে অনুরোধ অনুব্রতর