AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘মহাত্মা গান্ধী, ইন্দিরাকে মুসলিমরা খুন করেনি’, বাংলার মুসলমানদের নিয়ে বড় বার্তা ফিরহাদের

Firhad Hakim: ফিরহাদ বলেন, "আমি বলছি না সবাই ভাল। যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলা করছে, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু সব মুসলিম খারাপ নয়। এখানে সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই।"

Firhad Hakim: 'মহাত্মা গান্ধী, ইন্দিরাকে মুসলিমরা খুন করেনি', বাংলার মুসলমানদের নিয়ে বড় বার্তা ফিরহাদের
ফিরহাদ হাকিম (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 6:25 PM
Share

 কলকাতা:  বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ফের বিস্ফোরক ফিরহাদ হাকিম। মঞ্চ থেকে বললেন,  “রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে। মুসলিম মানেই উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা, কাউকেই মুসলিমরা খুন করেনি। তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে?”

এরপরই তিনি বলেন, “আমি বলছি না সবাই ভাল। যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলা করছে, তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু সব মুসলিম খারাপ নয়। এখানে সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই।”

বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে এর আগেই মুসলিম প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ফিরহাদ, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। গত জুলাই মাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ যা বলেছিলেন, তার নির্যাস— যাঁরা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি, তাঁরা ‘দুর্ভাগা’। আর সেই বক্তৃতার ভিডিয়ো নিয়ে সরব হয়েছিল বিজেপি।   এমনকি মুখ খুলেছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। তাঁর বক্তব্যকে স্বাগত জানিয়েছিলেন বিরোধীরাও। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদের যে মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে, তাকে ‘নস্যাৎ’ করে অনুষ্ঠানিক ভাবে তার নিন্দা করতে হয়েছে তৃণমূলকে। এবার আরও একবার মন্তব্য করলেন ফিরহাদ।