Calcutta High Court: কাটল অনুমতির জট! জরুরি মামলার শুনানিতে কলকাতায় RSS-র ১০০ বছরের পূর্তি অনুষ্ঠানে গ্রিন সিগন্যাল

RSS in Kolkata: সূত্রের খবর, শুরুতেই মামলাকারীর পক্ষে আইনজীবী জানান, অনুষ্ঠানের অনুমতি চেয়ে গত ১ নভেম্বর সায়েন্স সিটির কাছে অডিটরিয়াম চেয়ে আবেদন করা হয়। সেইসঙ্গে প্রগতি ময়দান থানতেও অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু সায়েন্স সিটি জানিয়ে দেয় লালবাজারের এনওসি ছাড়া তাঁরা কোনওভাবেই অডিটোরিয়াম দিতে পারবে না।

Calcutta High Court: কাটল অনুমতির জট! জরুরি মামলার শুনানিতে কলকাতায় RSS-র ১০০ বছরের পূর্তি অনুষ্ঠানে গ্রিন সিগন্যাল
কলকাতা হাইকোর্ট (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 20, 2025 | 9:26 PM

কলকাতা: সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের অনুমতির জট কাটল। শেষে রাজ্যের সম্মতিতে মামলার নিষ্পত্তি বলে খবর। এদিকে আগে এই অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল। কলকাতা পুলিশের তরফেই দেওয়া হয়নি অনুমতি। জল গড়ায় হাইকোর্টে। শনিবার ছুটির দিন জরুরি ভিত্তিতে মামলা করে আরএসএস। জরুরি মামলার শুনানিতে শনিবার ছুটির সন্ধ্যায় হাইকোর্টে চলে শুনানি। বিচারপতি কৃষ্ণ রাও এর সিঙ্গেল বেঞ্চের শুরু হয় শুনানি। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চলা সেই শুনানি উঠে আসে একের পর এক তথ্য।  

সূত্রের খবর, শুরুতেই মামলাকারীর পক্ষে আইনজীবী জানান, অনুষ্ঠানের অনুমতি চেয়ে গত ১ নভেম্বর সায়েন্স সিটির কাছে অডিটরিয়াম চেয়ে আবেদন করা হয়। সেইসঙ্গে প্রগতি ময়দান থানতেও অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু সায়েন্স সিটি জানিয়ে দেয় লালবাজারের এনওসি ছাড়া তাঁরা কোনওভাবেই অডিটোরিয়াম দিতে পারবে না। এরপর গত ১৫ তারিখ লালজারের কাছে এনওসি চেয়ে আবেদন করে আরএসএস। তার আগে ১৪ তারিখ কলকাতা পুরসভার কাছেও করা হয় আবেদন। পুরসভা অনুমতি দিলেও লালবাজার এনওসি দিচ্ছিল না অভিযোগ তাঁদের। ফলে সায়েন্স সিটি ফের জানিয়ে দেয় কোনওভাবেই এনওসি ছাড়া অডিটোরিয়াম দেওয়া যাবে না। তারপরই তড়িঘড়ি মামলা হাইকোর্টে। 

যদিও এখন রাজ্যের আশ্বাসেই মিলে গেল অনুমতি। রাজ্যের আইনজীবী জানান অনুমতি তৈরিই ছিল, কিছু প্রযুক্তিগত কারণে যথা স্থানে পৌঁছায়নি। কলকাতা পুলিশের কোনও আপত্তি নেই। রাত ৯টা পর্যন্ত রিপোর্ট বিভাগ, কলকাতা পুলিশ ডিরেক্টরেটে আবেদন করুক আরএসএস। তাহলেই হবে, জানালেন রাজ্যের আইনজীবী। শেষ পর্যন্ত সব পক্ষের সওয়াল জবাব শেষে অনুষ্ঠানের অনুমতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। দ্রুত অনুমতি দিয়ে দিতে নির্দেশ দিলেন কলকাতা পুলিশকে।