Kolkata Airport: রাতারাতি বদলে গেল ছবিটা, হু হু করে যাত্রী সংখ্যা কমছে কলকাতা বিমানবন্দরে

Kolkata Airport: ওয়াকিবহাল মহলের ধারনা, দেশের উত্তেজক পরিস্থিতি, একইসঙ্গে বিমানের সংখ্যা কমার কারণেই কমছে ‘ফুটফল’। ইতিমধ্যেই লেডার পয়েন্টেও চেকিং বাড়ানো হয়েছে। বিমানবন্দরে ঢোকার পাসও বাতিল।

Kolkata Airport: রাতারাতি বদলে গেল ছবিটা, হু হু করে যাত্রী সংখ্যা কমছে কলকাতা বিমানবন্দরে
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

May 10, 2025 | 2:04 PM

কলকাতা: ১৫ মে পর্যন্ত বন্ধ থাকছে দেশের ৩২ বিমানবন্দর। অন্যান্য এয়ারপোর্টেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দরকেও। বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীদের ছুটি। এমনকী যাঁরা ছুটিতে রয়েছেন তাঁদেরও দ্রুত ফিরতে বলা হয়েছে। সূত্রের খবর, ভারত-পাক উত্তেজনার আবহে প্রতিনিয়ত যাত্রী সংখ্যা কমছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।

তথ্য বলছে, ৯ তারিখ ১৬৩ বিমান কলকাতা বিমানবন্দরে ঢোকে। যাত্রী সংখ্য়া ছিল ২৬ হাজার ৬১৮। এগুলি সবই দেশের নানা প্রান্ত থেকে উড়ে আসে কলকাতায়। সূত্রের খবর, অন্যান্য দিন এই ক্ষেত্রে প্রায় ৪০ হাজারের বেশি যাত্রী দেখা যায়। অন্যদিকে এই ধরনের অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে যেগুলি ৯ তারিখ কলকাতা থেকে উড়েছিল সেগুলিতে যাত্রী সংখ্য়া ছিল ২৪ হাজার ৯৭৮। ওইদিন মোট ১৬৪ টি বিমান কলকাতা থেকে ছেড়ে যায়। সূত্রের খবর, এ ক্ষেত্রেও অন্যান্য সময় যাত্রী সংখ্যা থাকে ৪০ হাজারের উপরে। 

অন্যদিকে ২৩টি আন্তর্জাতিক বিমান যেগুলি কলকাতায় আসে সেগুলিতে মোট যাত্রী ছিল ২৮৮৫। কলকাতা থেকে ছেড়ে যায় ২২টি বিমান। যাত্রী সংখ্যা ৩৪০৪ জন। সূত্রের খবর, অন্য়ান্য দিন দুই ক্ষেত্রে মোট যাত্রী সংখ্যা থাকে প্রায় ১০ হাজারের কাছাকাছি। সূত্রের খবর, গত ৫ দিনে সামগ্রিকভাবে কলকাতা বিমানবন্দরে ফুটফল ছিল ৭০ হাজারের কাছাকাছি। ওয়াকিবহাল মহলের ধারনা, দেশের উত্তেজক পরিস্থিতি, একইসঙ্গে বিমানের সংখ্যা কমার কারণেই কমছে ‘ফুটফল’। ইতিমধ্যেই লেডার পয়েন্টেও চেকিং বাড়ানো হয়েছে। বিমানবন্দরে ঢোকার পাসও বাতিল।