AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumurjala Sports City: ‘পরিবেশ নষ্ট করে স্পোর্টস সিটি চাই না’, ডুমুরজলা নিয়ে হাইকোর্টে মামলা

Howrah: হাওড়া শহরের ফুসফুস হিসাবে ধরা হয় এখানকার ডুমুরজলা মাঠকে।

Dumurjala Sports City: 'পরিবেশ নষ্ট করে স্পোর্টস সিটি চাই না', ডুমুরজলা নিয়ে হাইকোর্টে মামলা
ডুমুরজলায় স্পোর্টস সিটির বিরোধিতায় মামলা দায়ের হাইকোর্টে। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 2:17 PM
Share

কলকাতা: ডুমুরজলা নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। পরিবেশ নষ্ট করে স্পোর্টস সিটি তৈরি করা যাবে না, এই আর্জি নিয়েই বৃহস্পতিবার এই মামলা দায়ের হয়। ডুমুরজলায় স্পোর্টস সিটি তৈরির প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। তারই বিরোধিতা করে এবার মামলা দায়ের হল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা হয়েছে।

হাওড়া শহরের ফুসফুস হিসাবে ধরা হয় এখানকার ডুমুরজলা মাঠকে। বহু বছর আগে হাওড়া উন্নয়ন সংস্থা বা এইচআইটি প্রায় ৫৫ একর জমি অধিগ্রহণ করেছিল এখানে খেলাধূলার ব্যবস্থা করার জন্য। এরপর ধীরে ধীরে ভোল বদলাতে শুরু হয়। তৈরি হয় ডুমুরজলা স্টেডিয়াম, সুইমিং পুল।

যদিও তৃণমূল ক্ষমতায় আসার পর হিডকোর হাত ধরে নতুন সাজে সেজে উঠতে শুরু করে ডুমুরজলা। বছর চারেক আগে এই ডুমুরজলা স্টেডিয়াম ঘিরে স্পোর্টস সিটি তৈরির প্রস্তাব দেয় রাজ্য। প্রায় ৬০ একর জমিতে ‘খেল নগরী’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়।

বিভিন্ন রকম খেলাধূলার পরিকাঠামোয় শান দিতে এই প্রকল্প নিয়েছে রাজ্য। হকির মাঠ, ক্রিকেটের মাঠ, সুইমিং পুল কমপ্লেক্স, ব্যাডমিনটন, টেনিস, বাস্কেটবল, ভলিবল কোর্ট, কুস্তি চর্চার জায়গা-সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের। ইন্ডোর-আউটডোর সবরকমের খেলারই ব্যবস্থা থাকবে এই স্পোর্টস সিটিতে।

২০১৮ সালের ঘোষণা হলেও সম্প্রতি ফের শিরোনামে উঠে আসে ডুমুরজলা স্পোর্টস সিটির প্রসঙ্গ। অগস্টে হিডকো এই প্রকল্পের কাজ নিয়ে তোড়জোর শুরু করে। এবার সেই প্রকল্প আইনি জটিলতায় পড়ল। পরিবেশ নষ্ট করে স্পোর্টস সিটি তৈরি করা যাবে না, এই মর্মে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে।

আরও পড়ুন: Fraud Case: বন্ধ জীবন বিমা পলিসি চালু করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা

আরও পড়ুন: CBI On Bikash Mishra: বিকাশ মিশ্রের আদৌ কী শারীরিক সমস্যা? এবার সেটাই জানতে তত্‍পর সিবিআই

আরও পড়ুন: Army Chief Gen MM Naravane: রাওয়াতের উত্তরসূরি নির্বাচনে প্রথম ধাপ পার, চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান হলেন সেনা প্রধান নারাভানে