Shamik Bhattacharya: বহুত্ববাদটাই হিন্দুত্ব, যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই: শমীক

Shamik Bhattacharya: সাংবাদিক বৈঠকে বিজেপির লড়াইয়ের প্রসঙ্গের অবতারণা করতে গিয়ে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, “পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার জন্য গোটা সমাজের দায়িত্ব আছে। সব স্তরের মানুষদের সচেতন হবে।”

Shamik Bhattacharya: বহুত্ববাদটাই হিন্দুত্ব, যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই: শমীক
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 05, 2025 | 6:34 PM

কলকাতা: দায়িত্ব নেওয়ার পরেই তিনি নতুন সমীকরণ লিখছেন! বিজেপির রাজনীতিকে ব্য়াখ্যা করছেন এক্কেবারে নিজস্ব ঢঙে। সভাপতিত্ব নেওয়ার মঞ্চে বলেছিলেন, তাঁদের লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। তা নিয়ে চাপানউতোর কমতে না কমতেই এবার বললেন, ‘হিন্দুত্ব কোনও বাদ হতে পারে না। বহুত্ববাদটাই হিন্দুত্ব।’ সঙ্গে এও বললেন, বিজেপি আদিলগ্ন থেকে যে রাজনীতির রাস্তায় ছিল, আজও তাই আছে। রাজনৈতিক বৈরিতা সরিয়ে দেশ বাঁচানোর, বাংলা বাঁচানোর ডাক দিলেন। বললেন, “মৃত্যু মৃত্যুই! যে কোনও কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোনও বিজেপির শহিদের চোখের জলের কোনও পার্থক্য হয় না।” দায়িত্বে আসার পরেই শমীকের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশের। 

এদিন সাংবাদিক বৈঠকে বিজেপির লড়াইয়ের প্রসঙ্গের অবতারণা করতে গিয়ে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, “পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার জন্য গোটা সমাজের দায়িত্ব আছে। সব স্তরের মানুষদের সচেতন হবে। এটা এস ওয়াজেদ আলীর দেশ, মুস্তফা সিরাজের দেশ, কাজী নজরুল ইসলামের দেশ। যাঁদের রাম নিয়ে কোনও সমস্যা ছিল না, কিন্তু এরা তো রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিল। কিন্তু কোথা থেকে কী সাফল্য পেল আমাদের জানা নেই।”

বিগত কয়েক বছর ধরেই বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে সুর চড়িয়ে এসেছে বিরোধীরা। বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে বারবার। শমীক যদিও বলছেন, “আমাদের কারও বিরুদ্ধে কোনও লড়াই নেই। এই যে নতুন নতুন শব্দবন্ধ তৈরি হয়ে গিয়েছে হিন্দুত্ববাদ, কিন্তু হিন্দুত্ব কোনও বাদ হতে পারে না। বহুত্ববাদটাই হিন্দুত্ব। মানুষ মানুষের মতো করে কথা বলবে, যে যার মতো করে মত প্রকাশ করবে। দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে। যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই।” 

শমীকের কথায় বিগত কয়েকদিন ধরেই বারবার উঠে এসেছে বাংলাদেশের অস্থিরতার প্রসঙ্গ। ফিরে ফিরে এসেছে সম্প্রীতির কথা। এদিনও ফের বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু শ্রীমতি গান্ধী আমাদের নেত্রী। তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একজন মহিলা। তাঁর কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে! তাঁর নামাঙ্কিত লাইব্রেরি যেখানে ৭০ হাজার বই রয়েছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হবে।”