AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বর্ধমান টু বোলপুর, মাঝে হল্ট কৃষ্ণনগরে! ম্যারাথন প্রচারে আজ বঙ্গে মোদী

PM Narendra Modi: আজ ফের বাংলায় প্রধানমন্ত্রী। তৃতীয় দফা নির্বাচনের আগে বাংলার ম্যারাথন প্রচারে মোদী। বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বোলপুর কেন্দ্রে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছে।

PM Narendra Modi: বর্ধমান টু বোলপুর, মাঝে হল্ট কৃষ্ণনগরে! ম্যারাথন প্রচারে আজ বঙ্গে মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 03, 2024 | 9:21 AM
Share

কলকাতা: ভোটবঙ্গে আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ম্যারাথন ভোট প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতেই তিনি কলকাতায় চলে এসেছেন। রেসকোর্সের হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীর কপ্টার উড়বে ১০টায়। রেড রোড ও হেলিপ্যাড গ্রাউন্ড পুলিশে পুলিশে ছয়লাপ। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চূড়ান্ত ব্যস্ততা কলকাতা পুলিশের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে  শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন ভারী যান নিয়ন্ত্রণ করা হবে। গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও বেশ কয়েকটি নির্দিষ্ট বিধি বেঁধে দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত মোদীর সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা নাগাদ তিনি রাজভবন থেকে বেরিয়ে যাবেন রেস কোর্সের হেলিপ্যাডে। সেখান থেকে হেলিকপ্টারে রওনা দেবেন বর্ধমানের উদ্দেশে। বর্ধমান-দুর্গাপুরের একটি কমপ্লেক্সে তাঁর সভার আয়োজন করা হয়েছে। সেখানে সকাল ১১টা থেকে মোদীর সভা হওয়ার কথা। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীমকুমার সরকারের সমর্থনে প্রচার করবেন তিনি।

এরপর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায় এবং রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে মোদী সভা করবেন কৃষ্ণনগরে।  বর্ধমান থেকে হেলিকপ্টারে কৃষ্ণনগরের শ্যামনগর ফুটবল মাঠে  যাবেন মোদী। বেলা পৌনে ১টা থেকে সেখানে তাঁর সভা হওয়ার কথা।

এরপর  কৃষ্ণনগরের সভা শেষ করে মোদী যাবেন বোলপুরে। দুপুর আড়াইটে নাগাদ সেখানে আমোদপুরের মেলার মাঠে তাঁর সভা রয়েছে। বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সভা করবেন তিনি। বাংলায় সভা শেষ করে তিনি উড়ে যাবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।

লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বাংলায় বারবার সভা করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঘোষণার পর গত দু’দফার আগে বাংলা ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার তৃতীয়দফার আগে একেবারে একইদিনে তিনটি সভা করছেন।