Shahjahan Sheikh: ভেড়ির মাঝে আলা ঘরে গা ঢাকা, আল পথে পুলিশি অভিযান দেবে শাহজাহনের খোঁজ?

Shahjahan Sheikh: গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেই ফুটেজ থেকে কয়েজনকে চিহ্নিত করে লোকাল থানার পুলিশ। সেখানেই ছিলেন ধৃত ২ জন।

Shahjahan Sheikh: ভেড়ির মাঝে আলা ঘরে গা ঢাকা, আল পথে পুলিশি অভিযান দেবে শাহজাহনের খোঁজ?
এখনও খোঁজ চলছে শাহজাহানের Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 8:38 PM

সন্দেশখালি: সন্দেশখালি কাণ্ডের সাতদিনের মাথায় অবশেষে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। যদিও এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা ওই এলাকাতেই গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। বসিরহাট জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে, গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর হামলার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেই ফুটেজ থেকে কয়েজনকে চিহ্নিত করে লোকাল থানার পুলিশ। সেখানেই ছিলেন ধৃত ২ জন। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে এলাকাতেই গা ঢাকা দিয়ে ছিলেন ধৃত মেহবুর মোল্লা ও সুকমল সর্দার। এলাকায় যে মাছের ভেড়ি রয়েছে সেখানেই একটি ছোট্ট কুড়ে ঘরে গা ঢাকা দিয়েছিলেন দু’জন। ন্যাজাট থানা এলাকাতেই রয়েছে এই মাছের ভেড়ি। জলাশয় দেখভালের জন্যই মূলত এই কুড়েগুলি তৈরি করা হয়। স্থানীয় ভাষায় এগুলিকে আলা ঘর বলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে এই আলা ঘরেই অভিযান চালায় পুলিশ। আল পথে গিয়ে পাকড়াও করা হয় দু’জনকে। 

অন্যদিকে শাহজাহান শেখ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ। তাঁর হদিশও পাওয়া যায়নি। যে দু’জনকে এদিন গ্রেফতার করা হয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ করেই শাহজাহান সম্পর্কে নতুন তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। ঘটনার দিন কারা ইন্ধন দিয়েছিল, ১ ঘণ্টার মধ্যে ৩ হাজার লোক কোথা থেকে এল, মূল মাথা কারা, কী অস্ত্র নিয়ে আসা হয়েছিল, এই সব প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা।