Explained: বঙ্গ রাজনীতির অভিধানে নতুন শব্দ ‘পয়লা বৈশাখ’!
Bengali New Year: পয়লা বৈশাখ শাড়ি পরার দিন। কলাপাতায় গরম ভাত খাওয়ার দিন। বাসে-ট্রেনে চোখ পড়লেই দেখা যায়, বাঙালিয়ানার সেলিব্রেশন। সব রঙের উর্ধ্বে মিলে যাওয়ার দিন। রাজনীতির দুনিয়ায় অবশ্য সেই উদযাপনেও আমরা-ওরা!

কলকাতা: সন্ধে নামলেই দোকানে দোকানে বাংলা গান আর ফুলের গন্ধ, ক্যালেন্ডার আর মিষ্টির বাক্স হাতে বাড়ি ফেরার দিন আর নেই। কালের নিয়মে সে সবই বদলেছে। মন্দিরে মন্দিরে দেবতার পায়ে যে খাতা ছুঁইয়ে বছরের প্রথম দিন ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা, আজ সেই খাতা দেখা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার হাতে। লালখাতা নিয়ে তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দির থেকে বেরচ্ছেন তিনি। মুখে রাজনীতির বার্তা। একদিকে, বাঙালি হওয়ার ‘প্রতিযোগিতা’, অন্যদিকে একে অপরকে সম্প্রীতির বার্তা দেওয়া! বাঙালির নববর্ষে উত্তর থেকে দক্ষিণে রাজনীতির রঙ। এদিকে রাজ্য়ে পরপর ঘটে যাওয়া অশান্তির আগুন এখনও পুরোপুরি স্তিমিত হয়নি। হালখাতা-বেহালখাতা শহুরে বাঙালির কাছে হালখাতা এখন নস্টালজিয়া হয়ে রয়ে গিয়েছে। আর মঙ্গলবার নববর্ষের সকালে দেখা গেল...





