কলকাতা: গতবারের মতো এবারও এসে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস। রাজ্যের নানা প্রান্তে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। এদিকে এবার একেবারে ভিন্ন স্বাদের গোলমোল ক্যান্ডি নিয়ে হাজির হয়েছে পালস। তেঁতুলের স্বাদে একেবারে ভিন্ন চমক। তাতেই মাতোয়ারা আট থেকে আশি। অন্যদিকে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ২ শিল্পী সম্মান নিয়েও চলছে জোর চর্চা। মৃৎশিল্পীদের হাতে উঠছে বিশেষ সম্মান।
অন্যদিকে পালসের স্বাদে বুঁদ আপামর জনতা। একজন তো বললেন, “এই পালস তো বেশ ভাল। ভিতরে একটু ঝাল ঝাল। তারপর মিষ্টি। অন্যরকম খেতে।” আর একজন বললেন, “পালসের এমনি ক্যান্ডিটা তো খুবই ভাল খেতে ছিল। আর গোলমোল ইমলি ক্যান্ডিটা আরও ভাল খেতে। পুরো তেঁতুলের স্বাদে ভরপুর।”
বিশেষ সম্মান পেলেন মৃৎশিল্পী সমীর পাল। আপ্লুত তিনিও। বলছেন, “আজ পর্যন্ত এ ধরনের কোনও সম্মান আমি পাইনি। অনেক ভাল ভাল কাজ করেছি। কিন্তু এই সম্মান আমার প্রথম পাওয়া।” টিভি ৯ বাংলা পালসের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষেরাও। একজন বলছেন, “খুবই ভাল উদ্যোগ। খুব খুব ভাল। এ ধরনের উদ্যোগ সাধারণত দেখা যায় না। যেভাবে শিল্পীদের সম্মান দেওয়া হচ্ছে তাতে আমরাও খুব খুশি।”