Primary School Reopening: নিষেধাজ্ঞা আরও শিথিল! বুধবার থেকে খুলছে ছোটদের স্কুল

Primary School Reopening: রাজ্যে এবার খুলে যাচ্ছে ছোটদের স্কুল। নবান্ন থেকে জারি করা নতুন গাইডলাইনে এমনটাই জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার ক্ষেত্রে আর কোনও সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

Primary School Reopening: নিষেধাজ্ঞা আরও শিথিল! বুধবার থেকে খুলছে ছোটদের স্কুল
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 8:10 PM

কলকাতা : রাজ্যে এবার খুলে যাচ্ছে ছোটদের স্কুল (Schools Reopening in West Bengal)। নবান্ন থেকে জারি করা নতুন গাইডলাইনে এমনটাই জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার ক্ষেত্রে  সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কী কী নিয়ম বিধি মেনে স্কুল খুলবে, সেই সংক্রান্ত একটচি পৃথক এসওপি (SOP) জারি করবে স্কুল শিক্ষা দফতর। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে যে কোভিড বিধি রয়েছে, তা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি রয়েছে। এক্ষেত্রে নতুন এই গাইডলাইন ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে চলেছে। উল্লেখ্য, বড়দের জন্য স্কুল আগেই খুলে গিয়েছিল। সেই সঙ্গে ছোটদের জন্য স্কুলের বদলে চলছিল পাড়ায় শিক্ষালয় প্রকল্প। সেই পাড়ায় শিক্ষালয় প্রকল্পকে ঘিরে বিভিন্ন জায়গায় নানবিধ সমস্যার কথা উঠে আসছিল। এই পরিস্থিততে, ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সব প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল নবান্ন।

উল্লেখ্য, পাড়ায় শিক্ষালয় শুরু হওয়ার পর থেকেই এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষ করে যে কোভিড বিধির কথা মাথায় রেখে পাড়ায় শিক্ষালয় চালু করা হয়েছিল, সে বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন অভিভাবক – অভিভাবিকাদেরই একটি বড় অংশ। তাঁদের মত ছিল, এভাবে পাড়ায় শিক্ষালয় চলার থেকে ক্লাসরুমে বসেই শুরু হোক পঠনপাঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছিল, স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এরপর সোমবার নবান্ন থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল – ১৬ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলা যেতে পারে।

এর পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়িগুলিও খুলে দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। এ ক্ষেত্রেও নারী ও শিশু কল্যাণ দফতর থেকে একটি পৃথক এসওপি জারি করা হবে বলে নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে। সূত্রের খবর, শিক্ষা দফতর থেকে এর আগে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির জন্য যে এসওপি জারি করা হয়েছিল, তার উপর ভিত্তি করেই প্রাইমারি স্কুলগুলোকে খোলার নির্দেশ দেওয়া হবে। দূরত্ব বিধিতে জোর দেওয়ার পাশাপাশি ছোটদের জন্য বিশেষ ভাবনাও রাখা হচ্ছে বলে সূত্রের খবর। স্বাস্থ্য দফতরের পরামর্শ মেনেই জারি হবে নির্দেশিকা। জানা গিয়েছে, রোটেশন পদ্ধতি ব্যবহার করা হতে পারে। সেকশন ভিত্তিক ভিন্ন দিনে স্কুল হতে পারে বলে প্রাথমিকভাবে সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পড়ুন : ‘আর্শীবাদ স্বরূপ’ সব্যসাচীর স্ত্রীকে দেওয়া শাড়িটা আসলে কার? কালীঘাটের বাড়িতে আজ অন্য মুডে মমতা

আরও পড়ুন : তৃণমূলের প্রতীক ছাড়া দাঁড়িয়ে কী ফল হয়েছিল সবাই দেখেছে! সুজিতের নিশানায় সেই সব্যসাচী