Primary Board: অজানা ওয়েবসাইটে টেটের রেজাল্ট কোথা থেকে এল! তদন্তে কী পেল পর্ষদ

Primary TET Result: কেবল প্রাথমিকের ফলই নয়, এই ওয়েবসাইট থেকে আরও একাধিক পরিষেবা পাওয়া যায়। ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে সেখানে।

Primary Board: অজানা ওয়েবসাইটে টেটের রেজাল্ট কোথা থেকে এল! তদন্তে কী পেল পর্ষদ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 26, 2025 | 11:34 AM

কলকাতা: অজানা ওয়েবসাইটে প্রাথমিক টেটের রেজাল্ট! তা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় প্রাথমিকের প্রার্থীদের মধ্যে। রবিবার সেই খবর প্রকাশ্যে আসার পর সোমবার তদন্ত শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার পর্ষদের তরফে রিপোর্টের কথা জানানো হল।

পর্ষদ একটি জরুরিভিত্তিতে প্রকাশিত নোটিফিকেশনে জানিয়েছে, যে ওয়েবসাইট থেকে টেটের রেজাল্ট ও সার্টিফিকেট প্রকাশ করা হচ্ছে, তা সরকারিভাবে বৈধ নয়। ওই তালিকা যে বোর্ড তৈরি করেনি, সে কথাও জানিয়ে দিয়েছে পর্ষদ। বোর্ড এই পুরো বিষয়টাকে ষড়যন্ত্র বলেই মনে করছে। আইনি পদক্ষেপ করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি একটি ওয়েবসাইট প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, ২০২২ সালের ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর ফল একটি প্রকাশ করা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে প্রার্থীরা সার্টিফিকেট ডাউনলোডও করতে পারছেন। রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, সেটাও উল্লেখ করে দেওয়া রয়েছে। অথচ সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটটি কাদের, কেউ জানে না।

এই অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, সচিব পর্যায়ে অনুসন্ধান করা হচ্ছে। তারপরই এই রিপোর্ট প্রকাশ করেছে পর্ষদ।

কেবল প্রাথমিকের ফলই নয়, এই ওয়েবসাইট থেকে আরও একাধিক পরিষেবা পাওয়া যায়। ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে সেখানে। অথচ সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনও তথ্য সরকারি ভাবে নেই। সেটাকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এটা একেবারেই কাম্য নয়। আমি বোর্ডকে বলেছি তদন্ত করতে। এই ধরনের অন্তর্ঘাত একেবারেই কাম্য নয়। দফতরে রিপোর্ট পাঠাতেও বলেন তিনি।”