SIR: বন্দিদের এনুমারেশন ফর্ম পূরণে বড় পদক্ষেপ কারা দফতরের, কী নির্দেশ দিলেন ADG(কারা)?

Prisoners will fill up the enumeration form: সোমবার বেশ কয়েকটি সংশোধনাগার বন্দিদের পরিজনরা ফর্ম নিয়ে এসেছিলেন। সেই ফর্ম জেল কর্তৃপক্ষ রেখে দিয়েছে। সেগুলো বন্দিদের দিয়ে পূরণ করানো হবে। তারপরে তা আবার পরিজনদের হাতে দিয়ে দেওয়া হবে। রাজ্যের জেলগুলিতে প্রায় ২৫ হাজার বন্দি রয়েছেন। তার মধ্যে চার থেকে সাড়ে চার হাজারের মতো সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। মূলত বিচারাধীন বন্দিরা ফর্ম পূরণের সুযোগ পাচ্ছেন বলে জানা গিয়েছে। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে সাজাপ্রাপ্ত বন্দিদের পরিবার তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন না।

SIR: বন্দিদের এনুমারেশন ফর্ম পূরণে বড় পদক্ষেপ কারা দফতরের, কী নির্দেশ দিলেন ADG(কারা)?
কী পদক্ষেপ করছে কারা দফতর?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 17, 2025 | 11:41 PM

কলকাতা: রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR) প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম পৌঁছে গিয়েছে ভোটারদের বাড়িতে। রাজ্যের বিভিন্ন জেলে যে বন্দিরা রয়েছেন, তাঁরা কি এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না? উঠছিল প্রশ্ন। এবার কারা দফতর রাজ্যের জেলে বন্দিদের মধ্যে যাঁরা এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, তাঁদের জন্য বড় পদক্ষেপ করল। জেলেই বন্দিরা এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। এবং বন্দিদের ফর্ম পূরণে সাহায্য করবেন আধিকারিকরা। এই নিয়ে রাজ্যের জেলগুলিকে নির্দেশিকা পাঠালেন ADG (কারা) লক্ষ্মীনারায়ণ মিনা।

রাজ্যে ৬২টি জেল রয়েছে। এডিজি (কারা)-র ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বন্দির পরিবার যদি এনুমারেশন ফর্ম নিয়ে আসে, তাহলে সেই ফর্ম সংশ্লিষ্ট বন্দির কাছে পৌঁছে দিতে হবে। ওই বন্দিকে ফর্ম পূরণে সবরকম সাহায্য করতে হবে। ফর্ম পূরণে সাহায্য করবেন জেলগুলোর ওয়েলফেয়ার অফিসার-সহ দায়িত্বপ্রাপ্তরা। কারা দফতর জানিয়েছে, বাংলায় এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্য সমস্ত বন্দি যেন ফর্ম পূরণ করতে পারেন। একটি নামও যেন বাদ না যায়।

কেন্দ্রীয়, জেলা, মহকুমা, স্পেশ্যাল ও মুক্ত, সব মিলিয়ে মোট ৬২টি সংশোধনাগার রয়েছে। এদিন (সোমবার) বেশ কয়েকটি সংশোধনাগার বন্দিদের পরিজনরা ফর্ম নিয়ে এসেছিলেন। সেই ফর্ম জেল কর্তৃপক্ষ রেখে দিয়েছে। সেগুলো বন্দিদের দিয়ে পূরণ করানো হবে। তারপরে তা আবার পরিজনদের হাতে দিয়ে দেওয়া হবে। রাজ্যের জেলগুলিতে প্রায় ২৫ হাজার বন্দি রয়েছেন। তার মধ্যে চার থেকে সাড়ে চার হাজারের মতো সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন। মূলত বিচারাধীন বন্দিরা ফর্ম পূরণের সুযোগ পাচ্ছেন বলে জানা গিয়েছে। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে সাজাপ্রাপ্ত বন্দিদের পরিবার তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন না। 

৪ নভেম্বর থেকে রাজ্যে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া শুরু করেন বিএলও-রা। এবার ফর্ম সংগ্রহ করবেন তাঁরা। জেলবন্দিরাও যাতে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে কোনওভাবে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করাই লক্ষ্য কারা দফতরের।