AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Private Hospital: লিফট ছিঁড়ে বিপত্তি, সাত সকালেই চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা

Job Charnock Hospital: একটি লিফটের তার ছিঁড়ে বিপত্তি। ঘটনায় আহত হয়েছেন জন। আশঙ্কিত রোগীর পরিবারের সদস্যরা।

Private Hospital:  লিফট ছিঁড়ে বিপত্তি, সাত সকালেই চিনারপার্কের একটি বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা
বেসরকারি হাসপাতালে লিফট বিপত্তি
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 10:25 AM
Share

কলকাতা: ছুটির সকালে চিনারপার্কের বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা। একটি লিফটের তার ছিঁড়ে বিপত্তি। ঘটনায় আহত হয়েছেন জন। আশঙ্কিত রোগীর পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয়েছে মেকানিককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই চিনারপার্কের বেসরকারি হাসপাতালে একটি লিফটের তার ছিঁড়ে যায়। এতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে হাসপাতাল চত্বরে। হুড়মুড়িয়ে নীচে পড়ে লিফটটি। সে সময়ে লিফটিতে বেশ কয়েকজন ছিলেন। তাঁরা ওপরের তলায় উঠছিলেন। এরকম একটা ঘটনায় আহত হয়েছেন একজন। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।

তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যিনি আহত হয়েছেন, তাঁর অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কেন কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। লিফটের মেকানিকরা ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছেন। যান্ত্রিক কারণেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত মাসেই আহমেদাবাদের লিফট দুর্ঘটনায় মৃত্যু হয় ৮ জন শ্রমিকের। গুজরাট বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ভবন নির্মাণের সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে গুজরাট পুলিশ। লিফটটি নির্মীয়মান বহুতলের ৭ নম্বর তলায় গিয়েই আটকে পড়ে। আচমকাই তার ছিঁড়ে নিম্নতলে আছড়ে পড়ে লিফটি। লিফটে ৯ জন শ্রমিক ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ৮ জনের।