Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Abhijit Ganguly: ‘দুর্নীতির মুখোশ খুলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়’, বলছেন তাঁর কলমের খোঁচায় চাকরি পাওয়া প্রিয়াঙ্কা

Justice Abhijit Ganguly: প্রিয়াঙ্কা বললেন, 'আজ বাংলার যে প্রেক্ষাপট, যে দুর্নীতি, বাংলার মানুষ যে সবদিক থেকে বঞ্চিত, সেই জায়গায় এই দুর্নীতির মুখোশ এক এক করে খুলে দিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।'

Justice Abhijit Ganguly: 'দুর্নীতির মুখোশ খুলে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়', বলছেন তাঁর কলমের খোঁচায় চাকরি পাওয়া প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা সাউ, বিচারপতি গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 1:41 AM

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর থেকেই চর্চায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। মুখে হাসি ফুটেছে চাকরিহারাদের। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের কলমের খোঁচায় বেকারত্বের অন্ধকার ঘুচিয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন অনেকে। সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সাউও। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি পেয়েছেন ঢাকুরিয়ার প্রিয়াঙ্কা। এখন তিনি বাঘাযতীন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পর টিভি নাইন বাংলার প্রতিনিধির সঙ্গে একান্ত আলাপচারিতায় সেই প্রিয়াঙ্কা। বললেন, ‘আজ বাংলার যে প্রেক্ষাপট, যে দুর্নীতি, বাংলার মানুষ যে সবদিক থেকে বঞ্চিত, সেই জায়গায় এই দুর্নীতির মুখোশ এক এক করে খুলে দিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সক্রিয় ভূমিকা পালন করেছেন।’ তাঁর কথায়, এই নির্দেশে চাকরিপ্রার্থীরা এবং বাংলার আমজনতা যে আশাহত হবেন, তা খুব স্বাভাবিক।

টিভি নাইন বাংলাকে প্রিয়াঙ্কা সাউ বললেন, ‘ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা হয়ে গিয়েছিল, যে পরিমাণ ব্যায় সাপেক্ষ বলে মনে করা হত, সেটা যে সঠিক ধারণা নয়… দেশের বিচারব্যবস্থার উপর আস্থা তিনিই ফিরিয়ে এনেছিলেন। আর এর প্রকৃষ্ট উদাহরণ হলাম আমি। আমি একসময় বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। ওনার কলমের খোঁচাতেই আমি আমার যথার্থ জায়গায় ফিরে যেতে পেরেছি।’ যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের উপর তাঁর আস্থা রয়েছে বলেও জানালেন তিনি। বললেন, ‘সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং আশা করি ওনারা এমন কোনও নির্দেশ দেবেন না যাতে আমাদের মতো সাধারণ মানুষজন ক্ষতিগ্রস্ত হবেন।’

প্রিয়াঙ্কা বললেন, ‘অন্য কোনও বিচারপতির এজলাসে যাওয়ার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমার হয়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই আমি বিচার পেয়েছি।’ যদিও তিনি এও স্পষ্ট করে দেন, ‘অন্য বিচারপতির এজলাসে মামলা গেলে তা গতি থাকবে না, এমন বলা ভুল। এমন বললে বিচারব্যবস্থার উপর আশা-ভরসা নিয়ে সংশয় প্রকাশ করা হবে। অবশ্যই আইন ও বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই যুদ্ধের একজন সৈনিক আমি।’