Priyanka Tibrewal: ‘হেরেছি ঠিকই, দায়িত্ব কমেনি’, হিংসা রুখতে প্রিয়াঙ্কার আরও বড় পদক্ষেপ
BJP: বাংলায় ভোট পরবর্তী হিংসার মামলায় বিজেপির হয়ে আদালতে মামলা লড়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবনীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই প্রার্থী হন।
কলকাতা: ভোটের ফলাফলের পর কোনওরকম হিংসার পরিবেশ যাতে তৈরি না হয়, প্রধান বিচারপতি, রাজ্যপাল ও পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন বিজেপি (BJP) কর্মী-আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানেই লেখেন, মুখ্য সচিবকে এ বিষয়ে অবগত করা হয়েছে। সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত, আশ্বাসও দেওয়া হয়েছে। এরপরও কেউ যদি কোনও সমস্যায় পড়েন তা হলে যেন তাঁর সঙ্গে যোগাযোগ করেন।
প্রিয়াঙ্কা টিবরেওয়াল লেখেন, ‘বাংলার মানুষ ও সমস্ত বিজেপি কর্মী… আমি প্রধান বিচারপতি, রাজ্যপাল ও পুলিশ কমিশনার, ডিসি সাউথকে চিঠি লিখে জানিয়েছি ভোটের ফল প্রকাশের পর যেন কোনও রকম হিংসার পরিস্থিতি না তৈরি হয়। তৃণমূলের হিংসার শিকার যেন একজনও বিজেপি কর্মীকে না হতে হয়। তাঁরা মুখ্যসচিবকে এ নিয়ে লিখেছেন। তবে এরপরও যদি কোনও একজন কোনও রকম সমস্যার মুখোমুখি হন আমাকে জানাবেন। আমি ভোটে হেরে গিয়েছি ঠিকই। তবে আমার মানুষের প্রতি দায়িত্ববোধ তাতে বিন্দুমাত্র কমেনি। আমি মানুষের জন্য কাজ করে যাব।’
বাংলায় ভোট পরবর্তী হিংসার মামলায় বিজেপির হয়ে আদালতে মামলা লড়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভবনীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনিই প্রার্থী হন। ৩ অক্টোবর ভোট গণনার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখে হিংসার আশঙ্কা প্রকাশ করেন প্রিয়াঙ্কা। চিঠিতে তিনি উল্লেখ করেন, একুশের ভোটের পর রাজ্যের নানা জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। ৩ তারিখ ফল প্রকাশের পর যেন তেমনটা না ঘটে, তার প্রস্তুতি নিতে প্রশাসনকে আবেদন জানান তিনি।
সেই চিঠিরই প্রতিলিপি পাঠানো হয় কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ এবং সংশ্লিষ্ট থানার ওসিদের। সেই চিঠিতে ভবানীপুরের বিজেপি প্রার্থী লিখেছিলেন, গত ২ মে ভোটের ফল প্রকাশের পর অভূতপূর্ব হিংসার সাক্ষী থেকেছে বাংলা। অহিংসার স্থল এই বাংলার খারাপ ছবি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলে চিঠিতে তিনি লেখেন এমন ঘৃণ্য অপরাধের ঘটনা এখনও চলছে।
৩ অক্টোবর ভোটের ফলপ্রকাশের পর কোনও জীবন যাতে না যায়, কোনও মহিলা যেন ধর্ষিতা না হন, কোনও মানুষ যাতে ঘরছাড়া না হন তার ব্যবস্থা নিতে আবেদন করেন বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপালকে পাঠানো চিঠির শেষাংশে প্রিয়াঙ্কা লেখেন, বিজেপির প্রার্থী হিসাবে তিনি আশা করছেন, ভবানীপুর-সহ সারা বাংলায় কেউ যেন ৩ তারিখের ভোটের ফলপ্রকাশের পর সমস্যায় না পড়েন। এ জন্য রাজ্য প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতিকে আবেদন জানান প্রিয়াঙ্কা।
সোমবার সেই চিঠির উল্লেখ করেই বাংলার মানুষকে আরও একবার তিনি মনে করিয়ে দেন, ভোটে হারলেও রাজনীতির ময়দানে তিনি থাকছেন। মানুষের পাশে থেকে লড়াইটা তাঁর চলবে।