Pujoy Pulse 2025: একটাতে মন ভরে না, পালস ক্যান্ডি মুখে দিতেই ‘দিল বোলে’ আরও একটা!
Pujoy Pulse 2025: এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি। ৪ তারিখ পুজোয় পালসের ট্যাবলো গেল সাউট সিটি কলেজ আর দক্ষিণাপনে।

কলকাতা: পুজোর উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। চলছে জোর কদমে কেনাকাটা, প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর কেনাকাটার ফাঁকে খাওয়াদাওয়া। কিন্তু খাওয়ার পর তো একটু চটপটে খেতে ইচ্ছা করে, তাই না! এবার পুজোয় আমাদের সকলের ফেভারিট পালস নতুন স্বাদে। তিলোত্তমায় ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। এবার সিজন থ্রি! ‘গোল-কা-মোল’-পুজোর পালসে এবার নতুন ভেরিয়েন্ট! মুখে দিলেই সক্কলে বলছেন, আহা! কী স্বাদ।
এ এমন এক স্বাদ, যে স্বাদের ভাগ নিতে চান আট থেকে আশি!মুখে দিলেই ভরে যাচ্ছে মন। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলার স্মৃতি। ৪ তারিখ পুজোয় পালসের ট্যাবলো গেল সাউট সিটি কলেজ আর দক্ষিণাপনে। ট্যাবলো ঘিরে উপচে পড়া ভিড়।এবারে পালসে পাবেন ইমলির স্বাদ! যে স্বাদ আপনার অরুচি মুখেও রুচি আনবে বইকি!বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।
৫ তারিখ পালসের ট্যাবলো ঘুরল হাইল্যান্ড পার্ক, সিটি সেন্টার ওয়ানে। একটাতে মন ভরে না। আরও চারটে লাগবে! নাহ, এককথা ছোটরা বলছে না, বলছে বড়রাও।
