Pujoy Pulse 2025: পালসের ট্যাবলো ১৬ তারিখ থাকছে বর্ধমান-মালদহে, কচিকাচাদের উত্তেজনা তুঙ্গে

Pujoy Pulse 2025 Season 3: ১৬ তারিখ ট্যাবলো সকাল ১১টা থেকে ৩ টে পর্যন্ত থাকবে বর্ধমান স্টেশনে। বিকাল ৪ টে থেকে ৮ টা পর্যন্ত ট্যাবলো থাকবে গোলাপবাগ মোড়, বর্ধমান পুলিশ লাইনে। আরেকটি ট্যাবলো সকাল ১১টা থেকে ৩ টে পর্যন্ত মালদহ কলেজে থাকবে। বিকাল ৪টে থেকে ৮ পর্যন্ত  ট্যাবলো থাকবে মালদহের ৪২০ মোড়ে।

Pujoy Pulse 2025: পালসের ট্যাবলো ১৬ তারিখ থাকছে বর্ধমান-মালদহে, কচিকাচাদের উত্তেজনা তুঙ্গে
ট্যাবলো ঘিরে ভিড় সাধারণ মানুষের

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2025 | 10:48 AM

কলকাতা: পুজোয় পালস সিজন থ্রি! ফ্ল্যাগ অফ করে ক্যাম্পেনের সূচনা। এবার তবে পুজোয় পালস নতুন রুপে। ‘গোল কা মোল’ যেখানে, পুজোর মজা সেখানে। পালসের ট্যাবলো ঘুরছে কলকাতা থেকে জেলায় জেলায়। আজ, পালসের ট্যাবলো ঘুরল হাওড়ায়। গত দুই পর্বের অভূতপর্ব সাফল্যকে পাথেয় করে এবার পুজোয় পালসের সিজন থ্রি। একেবারে নতুন চেহারা। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য।

১৬ তারিখ ট্যাবলো সকাল ১১টা থেকে ৩ টে পর্যন্ত থাকবে বর্ধমান স্টেশনে। বিকাল ৪ টে থেকে ৮ টা পর্যন্ত ট্যাবলো থাকবে গোলাপবাগ মোড়, বর্ধমান পুলিশ লাইনে।
আরেকটি ট্যাবলো সকাল ১১টা থেকে ৩ টে পর্যন্ত মালদহ কলেজে থাকবে। বিকাল ৪টে থেকে ৮ পর্যন্ত  ট্যাবলো থাকবে মালদহের ৪২০ মোড়ে।

ট্যাবলো ঘিরে চোখে পড়ার মতো মানুষের ভিড়। যেন একটা অদৃশ্য উন্মাদনা। তেঁতুলের স্বাদে ভরা পালস ফিরিয়ে আনল অতীতে টক মিষ্টি স্মৃতি। আসলে এ বাংলায় প্রতিমা তো পরে আসে, তার আগেই শহরের ভাঁজে ঢুকে পড়ে উন্মাদনা। ডিএস ফুড লিমিটেডের ইস্টার্ন রিজিয়নের সেলসের জেনারেল ম্যানেজার মানস ঘোষ বলেন, “এবারের পুজোর পালসের থিম গোল! মেয়ের মাথার টিপ থেকে পুজোর থালি, পুজোর কলস, ঢাক গোল! বাংলার রসগোল্লাও গোল! এই ট্র্যাডিশনটাই আরও বেশি করে হাইলেট করা হচ্ছে।”

বাচ্চা তো বটেই, বয়স্করাও খুশি এই লজেন্সে। পালসের আগের চটপটা স্বাদ আমরা জানি। কিন্তু এবার যেন সবটা ছাপিয়ে।