
কলকাতা: পুজোয় পালস সিজন থ্রি! ফ্ল্যাগ অফ করে ক্যাম্পেনের সূচনা। এবার তবে পুজোয় পালস নতুন রুপে। ‘গোল কা মোল’ যেখানে, পুজোর মজা সেখানে। পালসের ট্যাবলো ঘুরছে কলকাতা থেকে জেলায় জেলায়। আজ, পালসের ট্যাবলো ঘুরল হাওড়ায়।
গত দুই পর্বের অভূতপর্ব সাফল্যকে পাথেয় করে এবার পুজোয় পালসের সিজন থ্রি। একেবারে নতুন চেহারা। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। সোমবার হাওড়ার জনবহুল এলাকায় পৌঁছে গেল পালসের ট্যাবলো। ট্যাবলো ঘিরে চোখে পড়ার মতো মানুষের ভিড়। যেন একটা অদৃশ্য উন্মাদনা। তেঁতুলের স্বাদে ভরা পালস ফিরিয়ে আনল অতীতে টক মিষ্টি স্মৃতি।
আসলে এ বাংলায় প্রতিমা তো পরে আসে, তার আগেই শহরের ভাঁজে ঢুকে পড়ে উন্মাদনা। ডিএস ফুড লিমিটেডের ইস্টার্ন রিজিয়নের সেলসের জেনারেল ম্যানেজার মানস ঘোষ বলেন, “এবারের পুজোর পালসের থিম গোল! মেয়ের মাথার টিপ থেকে পুজোর থালি, পুজোর কলস, ঢাক গোল! বাংলার রসগোল্লাও গোল! এই ট্র্যাডিশনটাই আরও বেশি করে হাইলেট করা হচ্ছে।”
TV9 বাংলার নিউজ এডিটর আউটপুট সৈকত দাস বলেন, “গত বছর মনে আছে, তেঁতুলের গন্ধ আমাদের স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছিল। এবছর তারই একটা এক্সটেনশন। গোল কা মোল দিয়ে আবারও আমাদের স্কুলের কথা মনে করাবে, স্কুলের সামনে তেঁতুলের আচার নিয়ে দাঁড়িয়ে থাকা কাকুর কথা মনে করাবে।”