Leaps And Bounds: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর রিপোর্টে সন্দেহ, ED-CBI আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বিচারপতি
High Court on Leaps And Bounds: বিচারপতির নির্দেশ মতো যে রিপোর্ট জমা পড়েছিল, তাতে এক টলি অভিনেতার নাম ছিল। রিপোর্ট দেখে বিচারপতি প্রশ্ন করেছিলেন, মাত্র একজন অভিনেতার নাম পাওয়া গেল কেন?
কলকাতা: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তির হিসেব আগেই জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্ট নিয়ে এবার সন্দেহ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতি মামলায় ওই সংস্থার নাম জড়িয়ে যাওয়ার পরই সংস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির সম্পত্তির হিসেব চেয়েছিলেন বিচারপতি। আজ, সোমবার সেই মামলার শুনানি শুরু হওয়ার পরই বিচারপতি জানান, ওই রিপোর্ট নিয়ে তাঁর কিছু প্রশ্ন রয়েছে। তাই তিনি তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান। এদিনই বিকেল ৪ টে ১৫ মিনিটে ফের হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানি। সেই সময় ইডি ও সিবিআই-এর আধিকারিকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তকারী সংস্থার আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বিচারপতি। তবে তিনি চান, যে আধিকারিকরা ওই রিপোর্ট তৈরি করেছেন, তাঁরাই তাঁর প্রশ্নের প্রকৃত উত্তর দেবেন। এজলাসেই এ বিষয়ে কথা বলবেন বিচারপতি।
বিচারপতির নির্দেশ মতো যে রিপোর্ট জমা পড়েছিল, তাতে এক টলি অভিনেতারও নাম ছিল। মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা করেছিল ইডি। রিপোর্ট দেখে বিচারপতি প্রশ্ন করেছিলেন, মাত্র একজন অভিনেতার নাম পাওয়া গেল কেন? সন্দেহ প্রকাশ করে তিনি বলেছিলেন, “এটা বিশ্বাসযোগ্য নয় যে ফিল্ম ইন্ডাস্ট্রির মাত্র একজন থাকবেন এই মানি ট্রেলে।”
মূলত সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে এই সংস্থার নাম জড়িয়ে যায় দুর্নীতি মামলায়। সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। বেশ কিছু নথিও উদ্ধার করা হয়। এরপরই সংস্থা সম্পর্কে আরও তথ্য তলব করেন বিচারপতি।