R G Kar: বেড বিক্রি থেকে শুরু করে ল্যাবে নমুনা পরীক্ষা! ‘দুর্নীতি’ সর্বত্র, এবার চিকিৎসক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে গঠিত হল তদন্ত কমিটি
R G Kar: আরজি কর ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন চিকিৎসক সুদীপ্ত রায়। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজের ধাঁচেই দুর্নীতি হয়েছে মেডিক্যাল কলেজে।
কলকাতা: জুনিয়র চিকিৎসকদের লাগাতর আন্দোলনের চাপ। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতিতে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হল। বেড দুর্নীতি ও সেন্ট্রাল ল্যাবে দুর্ব্যবস্থার অভিযোগ। এই দুই বিষয়ের জন্যই কমিটি গঠন করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, আরজি কর ও কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন চিকিৎসক সুদীপ্ত রায়। অভিযোগ, আরজি কর মেডিক্যাল কলেজের ধাঁচেই দুর্নীতি হয়েছে মেডিক্যাল কলেজে। এই মর্মে স্বাস্থ্যভবনে অভিযোগ দায়ের হয়েছিল। এই অভিযোগকে হাতিয়ার করেই কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়। যার প্রেক্ষিতে এই কমিটি গঠিত হল।
প্রথম অভিযোগ, কলকাতা মেডিক্যালে জেনারেল বেডের পাশাপাশি সিসিইউ বেড বিক্রি হয়ে যাচ্ছে, যার পিছনে রয়েছে একটি দালাল চক্র। যার ভিত্তিতে মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষকে মাথা করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরেকটির ক্ষেত্রে অভিযোগ, কলকাতা মেডিক্যালে সেন্ট্রাল ল্যাবেই বেসরকারি ল্যাবের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সরকারি পরিকাঠামোকে কাজে লাগানোর বিনিময়ে সেখানকার এক শ্রেণির কর্মী কাটমানি খাচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, তাঁরা যে পথে আন্দোলন করছে, সেটি যে সাধারণ মানুষের স্বার্থেই।