AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train: রাত ৮টার পর শিয়ালদহ থেকে চলবে না কোনও ট্রেন, বড় ঘোষণা রেলের

Local Train: তবে শুধু শিয়ালদহ নয়। ২৪ তারিখ হাসনাবাদ ও নামখানা থেকেও সন্ধ্যা ৭টার পর কোনও ট্রেন ছাড়বে না। এটাও জানিয়ে দিয়েছে রেল। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে শেষ ট্রেন পাওয়া যাবে রাত আটটায়। তারপর আর নয়।

Local Train: রাত ৮টার পর শিয়ালদহ থেকে চলবে না কোনও ট্রেন, বড় ঘোষণা রেলের
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 23, 2024 | 1:58 PM
Share

কলকাতা: অপেক্ষা, প্রতীক্ষা, সারাক্ষণ যেন একটা কী হয় কী হয় ভাব! আসছে দানা, ভয়ে সিঁটিয়ে বাংলা। বৃহস্পতিবার মধ্যরাতেই বাংলা-ওড়িশার উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সরকার। মাঠে নেমেছে বিপর্যয় মোবাকিলা দল। বুধবার সকাল থেকেই আকাশের মুখ কালো। কলকাতায় তো ঝেপে বৃষ্টিও হয়ে গিয়েছে। এমতাবস্থায় কোনও ঝুঁকি নিতে চাইছেন না রেলের কর্তারাও। 

সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা ২৪ অক্টোবর বৃহস্পতিবার। ওই দিন রাত ৮টা থেকে শিয়ালদহ থেকে চলবে না কোনও ট্রেন। কোনও শাখা থেকেই কোনও লোকাল ট্রেন চলাবে না রেল। এদিন এমনটাই জানিয়ে দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। 

তবে শুধু শিয়ালদহ নয়। ২৪ তারিখ হাসনাবাদ ও নামখানা থেকেও সন্ধ্যা ৭টার পর কোনও ট্রেন ছাড়বে না। এটাও জানিয়ে দিয়েছে রেল। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে শেষ ট্রেন পাওয়া যাবে রাত আটটায়। তারপর আর নয়। যাত্রীদের সামগ্রিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন কৌশিক মিত্র। এদিকে হাওয়া অফিস বলছে, বুধবার সকালে উত্তর-পশ্চিম দিশায় সাইক্লোন ঘনীভূত হয়েছে। পারার দিক থেকে ৪৯০ কিলোমিটার দূরে আছে।  ধামরা থেকে ৫২০ কিমি দূরে আছে। সাগর দ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে আছে।