Rajanya Halder: কলঙ্কের দাগ মুছতে পারবে SSC? পরীক্ষা দিতে গিয়ে কী বললেন রাজন্যা

Rajanya Halder on SSC: সামগ্রিক জটিলতা নিয়ে এদিন একরাশ ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বলেন, “আমি আগের দিনও পরীক্ষা দিয়েছি। দেখলাম বাবা তাঁর সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সত্যি আমার চোখে জল এসেছে। আমরা যাঁরা সাধারণ ডিগ্রি কোর্স করেছি, কলেজে-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তাঁরা তো এটা দেখব বলে পড়াশোনা করিনি।”

Rajanya Halder: কলঙ্কের দাগ মুছতে পারবে SSC? পরীক্ষা দিতে গিয়ে কী বললেন রাজন্যা
রাজন্যা হালদার Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 14, 2025 | 12:39 PM

কলকাতা: কলঙ্কের দাগ কী মুছতে পারবে স্কুল সার্ভিস কমিশন? একরাশ প্রশ্ন-উদ্বেগের মধ্যেই হচ্ছে নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা। পরীক্ষায় বসছেন মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী। আগের রবিবার হয়েছে নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এক সপ্তাহের মধ্যেই এবার হয়ে গেল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এদিন আবেদনকারী ২ লক্ষ ৪৬ হাজার। একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষায় বসলেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। তবে নিয়োগ নিয়ে আশাবাদী তিনি। 

টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে রাজন্যা বললেন, “আশা রাখার চেষ্টা করছি। এদিন প্রায় আড়াই লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে। আশা রাখার চেষ্টা করছি বলেই হাজার হাজার মানুষের মতো আমিও পরীক্ষা দিচ্ছি। আমার শিক্ষকগত যোগ্যতা পরিমাপের জন্য নয়, চাকরির জন্য পরীক্ষা দিতে এসেছি।”

তবে সামগ্রিক জটিলতা নিয়ে এদিন একরাশ ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বলেন, “আমি আগের দিনও পরীক্ষা দিয়েছি। দেখলাম বাবা তাঁর সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সত্যি আমার চোখে জল এসেছে। আমরা যাঁরা সাধারণ ডিগ্রি কোর্স করেছি, কলেজে-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তাঁরা তো এটা দেখব বলে পড়াশোনা করিনি। আগামীদিনে যেন এই পরীক্ষার রেজাল্টে যেন সেটা না হয়। আমি চান্স পাই কী না পাই, সেটা তো আমার মেরিট উত্তর দেবে। কিন্তু আমি চাই এই পরীক্ষার রেজাল্ট পরীক্ষার্থীদের যোগ্যতার উপর নির্ভর করে হোক। স্বচ্ছতার উপর নির্ভর করে হোক।”