মহেশতলা: বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন মহিলা। আর তার কয়েক ঘণ্টা পরই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল তাঁকে। বাড়ির অদূরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই মহিলাকে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। দক্ষিণ 24 পরগনার মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের ঘটনা। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছে ওই মহিলাকে।
আজ ভোরে কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি কয়লার দোকান থেকে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ এসএসকেএমে পাঠিয়েছে। এলাকার মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা।স্থানীয়দের দাবি, এলাকায় মদ, গাঁজা, জুয়া, সাট্টার আড্ডা রমরমিয়ে চলছে। স্থানীয়দের দাবি, এই সমস্ত বেআইনি ব্যবসা বন্ধ করতে হবে এবং ঘটনার অভিযুক্তদের শাস্তি দিতে হবে। এ দিন ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
কয়েকদিন আগেই কলকাতার রিজেন্ট পার্কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে। প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এ ছাড়া কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগ ওঠে গার্ডেনরিচে। বাড়িতে ঢুকে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। আরও পড়ুন: বছর দশেক কাজ করার পর আচমকা ছাঁটাইয়ের নোটিস, শতাধিক কর্মীর বিক্ষোভে অচল সরকারি হাসপাতাল